Top

দর বৃদ্ধির শীর্ষে এস্কয়্যার নিট

০৮ সেপ্টেম্বর, ২০২১ ৪:১৪ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে এস্কয়্যার নিট
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস্কয়্যার নিট কম্পোজিট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪৫৯ বারে ৭৪ লাখ ৬২ হাজার ১৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩০ কোটি ৭৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭৮৬ বারে ৭ লাখ ১৪ হাজার ৬৯১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ২৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৩৮ বারে ৪৪ লাখ ২১ হাজার ৫২৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজের ৯.৪১ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৮.৭৩ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৮.৭২ শতাংশ, সোনালী পেপারের ৭.৯৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭.৭১ শতাংশ, বিডি ল্যাম্পসের ৭.৬৪ শতাংশ এবং লিবরা ইনফিউশনের শেয়ার দর ৭.৪৯ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার