Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার

০৫ ডিসেম্বর, ২০২০ ১২:৫৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের র‌্যাব-১২ সদস্যরা অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২২৬ পিসইয়াবাট্যাবলেটসহ ২ মাদকব্যবসায়ীকেগ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরাহলো- সিরাজগঞ্জ পৌর এলাকার আমলাপাড়া মহল্লার আলমাছ শেখের ছেলে শুভ শেখ (২৩) ও একই মহল্লার আঃ খালেকের ছেলে নয়ন সরকার (২৯)।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে র‌্যাব -১২’র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহরের পুরাতন জেলখানা ঘাটের সামনে তিনমাথা মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে সিমসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার