Top
সর্বশেষ

সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত আহত ১৩

০৫ ডিসেম্বর, ২০২০ ৩:০৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত আহত ১৩
সিরাজগঞ্জ প্রতিনিধি :

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ব্রিজের কাছে শনিবার সকালে যাত্রীবাহী বাস খাদে পড়ে রাবেয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

নিহত রাবেয়া খাতুন কামারখন্দ উপজেলার ধামকৈল গ্রামের মৃত সেকেন্দার আলীর স্ত্রী। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী প্রধান জানান, সিরাজগঞ্জ থেকে এইচ কে এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস বগুড়া যাওয়ার পথে উল্লেখিত স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা রাবেয়া মারা যায় এবং ১৩ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি এবং লাশ মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে

শেয়ার