Top

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন সাকিব

১২ সেপ্টেম্বর, ২০২১ ৭:৫০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন সাকিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাকিব আল হাসান। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও তার সঙ্গে ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাক্ষাতের একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি পাপন ভাইকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারাটা ছিল সম্মানজনক।’

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রধানমন্ত্রীর দোয়া কামনা করতেই সাকিব এই সাক্ষাতে গিয়েছিলেন। আইপিএল খেলতে সাকিব দিবাগত রাত ১টা ৪০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা দেবেন। তার সঙ্গী হবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও।

করোনার কারণে আইপিএলের চর্তুদশ আসর স্থগিত হওয়া বাকি অংশ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। ১৫ অক্টোবর হবে প্রতিযোগিতার ফাইনাল। সাকিব আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে আর মোস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসে। এর পরেই ১৭ অক্টোবর শুরু হবে কুড়ি ওভারের বিশ্বকাপ।

শেয়ার