Top
সর্বশেষ

শাবিপ্রবিকে শতভাগ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করবো: উপাচার্য

১২ সেপ্টেম্বর, ২০২১ ৮:৫৫ অপরাহ্ণ
শাবিপ্রবিকে শতভাগ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করবো: উপাচার্য
শাবিপ্রবি প্রতিনিধি :

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে শতভাগ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্যের প্রথম মেয়াদ পূর্ণ করে দ্বিতীয় মেয়াদে যোগদান পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক সাক্ষাৎকারে তিনি শাবিপ্রবির বিগত চার বছরের উন্নয়ন এবং ভবিষ্যতে আরও অধিক উন্নতি সাধনে নানা পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে তাঁর বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, উপাচার্য হিসাবে প্রথম মেয়াদে দায়িত্বকালে, ইতোমধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শাবিপ্রবি ‘আইসিটি গ্লোবাল অ্যাওয়ার্ড ২০১৭’ অর্জন করেছে। এছাড়াও ২০২০ সালের ৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর নিকট থেকে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাবিপ্রবি ‘বেস্ট ডিজিটাল ক্যাম্পাস এ্যাওয়ার্ড’ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে পর্যাপ্ত কম্পিউটার প্রদান করা ছাড়াও তাৎক্ষণিকভাবে সার্টিফিকেট যাচাই-বাছাইয়ের জন্য ‘ব্লক চেইন সিস্টেম’ চালু, আবাসিক হলে দ্রুতগতির ওয়াইফাই সংযুক্তকরণ, ডিজিটাল ফিন্যান্সিয়াল কার্যক্রমের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর এই বাস্তবতা থেকে মাননীয় প্রধান মন্ত্রীর স্বপ্নের পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ শাবিপ্রবি পরিবারের সকলকে প্রকৃত অর্থে শতভাগ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের কর্মপদ্ধতির আওতায় আনার সংকল্প ব্যক্ত করছি।

দ্বিতীয় মেয়াদে দায়িত্বকালে শাবিপ্রবি উপাচার্যের দুইটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি জানান, প্রথমত আমরা বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষেত্রকে আরও অনেক বেশি উন্নত ও সম্প্রসারিত করা। আর দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের গুণগত মান বজায় রাখা। অবকাঠামোতে পরিবর্তনের বিষয়টাকেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। যার মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য অত্যাধুনিক ল্যাব প্রতিষ্ঠা করার পরিকল্পনা ও দ্রুত বাস্তবায়ন । আমাদের গবেষণার সুফল যাতে দেশ ও বিশ্বের সর্বপ্রকার উন্নয়নকে ত্বরান্বিত করতে শক্তিশালী মাধ্যম হিসাবে কাজ করতে সক্ষম হয়, এর বাস্তবায়নেও আমরা নিরলস কাজ করছি । তাছাড়া, র‍্যাংকিং এ উচ্চতর অবস্থানে পৌঁছানোও এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

প্রথম মেয়াদে প্রাপ্তির কথা জানিয়ে উপাচার্য বলেন, শাবিপ্রবি উপাচার্য হিসেবে প্রথম মেয়াদের দায়িত্বকালীন বড় প্রাপ্তি বলে আমি মনে করি, শিক্ষা ও গবেষণায় শাবিপ্রবিকে অনেকদূর এগিয়ে নিতে পেরেছি। এর স্বীকৃতি স্বরূপ-ই আমাদের নানা পুরস্কার প্রাপ্তি । এছাড়াও সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠায় অনেকটুকু সফল হয়েছি বলে আমার বিশ্বাস।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের নানা পদক্ষেপ বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা আমরা এমন একটি পর্যায়ে এনে দাঁড় করিয়েছি, যা নিঃসন্দেহে প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক। আশা রাখছি, এই সুশাসন ব্যবস্থা শুধু অব্যাহত-ই রাখবো না বরং আরও উন্নত করে এমন একটি পর্যায়ে নিয়ে যাবো, যাতে পরবর্তীতে স্বচ্ছতার জায়গাটা নষ্ট করার নানা পথ নিজ থেকেই রুদ্ধ হয়ে যায় ।

তিনি বলেন, ২০১৭ সালের ২১ আগস্ট শাবিপ্রবির উপাচার্য হিসেবে যোগদান করার পর থেকেই কয়েকটি বিষয়ের গুরুত্ব অনুধাবন করার জন্য বিশ্ববিদ্যালয়- পরিবারের দৃষ্টি আকর্ষণ করি। আর তা হলো, শিক্ষার্থীদের জীবনের সবরকম ও সর্বক্ষেত্রের প্রতিযোগিতায় টিকে থাকার মত যথার্থ শিক্ষা দান করা। আরও উন্নত গবেষণার অনুশীলন অব্যাহত রেখে নতুন নতুন উদ্ভাবন ও জ্ঞানের প্রসার ছড়িয়ে দেয়ার দক্ষতা অর্জনের চর্চা করে লব্ধ জ্ঞানকে বিতরণ করার পথ নির্মাণ করা। যাতে সমাজ-জাতি-রাষ্ট্রের কল্যাণে সেই জ্ঞানকে শতভাগ কাজে লাগানো যায়। আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতি দূর করে বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা আমার অতীতেও ছিল, ভবিষ্যতে আরও দৃঢ়ভাবে থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে বিগত চার বছরে এই চ্যালেঞ্জগুলো সবার সহযোগিতায় মোকাবেলা করে আমরা বিশ্ববিদ্যালয়টিকে একটি দৃঢ় অবস্থানে দাঁড় করাতে পেরেছি বলে আমি বিশ্বাস করি । দেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাবিপ্রবি অবস্থান আজ অনন্যতম।

শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার জন্য যে-কোন দূর্যোগ মোকাবেলা করে যথাসময়ে ক্লাস, পরীক্ষা সম্পন্ন, চারবছরের সেশনজটকে শূণ্যের কোঠায় নামিয়ে আনা, দ্রুত পরীক্ষার ফল প্রকাশ, ড্রপ কালচার বন্ধ করা, সিলেবাসকে কারিকুলামে পরিবর্তন, গবেষণায় উৎসাহ ও সহযোগিতার মাধ্যমে বাইরের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিয়োগিতায় আরও অধিক দক্ষ হওয়ার প্রয়াসে আমরা সর্বদা সচেষ্ট। গবেষণায় বরাদ্দকৃত নব্বই লক্ষ টাকা বৃদ্ধি পেয়ে ছয় কোটিরও অধিক অর্থ প্রদান করা হচ্ছে। এটিও আমাদের জন্য সুখবর। এর সুষ্ঠু ব্যবহার করা হবে। সকল শিক্ষককে আমরা টার্নিটিন সফটওয়্যারের আওতায় নিয়ে আসতে পেরেছি। শিক্ষকগণ সকল গবেষণা, প্রোপোজাল টার্নিটিন সফটওয়্যারের সাবমিট করতে পারবেন। বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়,প্লেজারিজম নিয়ে যে আতঙ্ক ও বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে, সেই জায়গায় আমরা বিতর্কমুক্ত থাকতে পারছি। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর।

বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং, মাদক, জঙ্গিবাদ এসব বন্ধে শক্ত অবস্থান গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ চার বছরে লক্ষণীয় উন্নতি সাধন করতে পেরেছি। গত চারবছরে বিশ্ববিদ্যালয় একদিনের জন্য বন্ধ হয়নি। রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোতে বিভিন্ন দল উপদলে যে বিভক্ত ছিল তার সবটুকুই বন্ধ করা সম্ভব হয়েছে। এই বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠার ৩০ বছরের ইতিহাসে অবকাঠামোগত উন্নয়নে অনেক পিছিয়ে ছিল। বর্তমানে ১২০০ কোটি টাকার প্রোজেক্ট হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে অনেকগুলো প্রোজেক্টে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। গুণগত মান বজায় রাখলে আগামী একশো বছরে অবকাঠামোতে কোনো সমস্যা হবেনা বলে আমি বিশ্বাস করি।

করোনা মহামারীতে দেশের মানুষের বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষদের সেবার কথা জানিয়ে উপাচার্য বলেন, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দুটি আরটি-পিসিআর মেশিনের মাধমে অত্যাধুনিক কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাব স্থাপন করা হয়েছে। এরইমধ্যে প্রায় ৯০ হাজারের অধিক নমুনা পরীক্ষা করা হয়েছে। শাবিপ্রবির গবেষকরা সুনামগঞ্জ ও হবিগঞ্জ এলাকার নমুনা নিয়ে গবেষণা করে ৩০টি করোনা ভাইরাসের সন্ধান পেয়েছে, যার মধ্যে ৬টি ভাইরাস ইতিপূর্বে বিশ্বে কোথাও দেখা যায়নি। এই চমকপ্রদ আবিষ্কার জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।

করোনাকালীন ক্লাস-পরীক্ষা চলমান বিষয়ে উপাচার্য বলেন, করোনা ভাইরাসের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রথম থেকেই আমরা শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম চালু রেখেছি। এইসময় অনলাইন ক্লাসের লজিস্টিক সামগ্রী ক্রয়ের জন্য প্রত্যেক শিক্ষককে ১০ হাজার করে টাকা দেয়া হয়েছে। ল্যাপটপ ক্রয়ের জন্য ২০০ তরুণ শিক্ষককে সহজ শর্তে ৫০ হাজার করে টাকা ঋণ প্রদান করা হয়েছে। সুষ্ঠুভাবে অনলাইন ক্লাস নেয়ার জন্য শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। করোনার শুরুতে আবেদনকারী সকল অস্বচ্ছল শিক্ষার্থীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৩ হাজার করে টাকা প্রদান করা হয়েছে। অনলাইন ক্লাস নিশ্চিতকরণের জন্য ২২৫০ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ১৫ জিবি করে ইন্টারনেট ডেটা প্রদান করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর আমাদের প্রথম কাজ হবে, স্বল্প সময়ের জন্য যে সেশনজট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠা। আমরা আমাদের শিক্ষার্থীদের অযথা শিক্ষা প্রতিষ্ঠানে বসিয়ে না রেখে দক্ষ কর্মক্ষম করে দ্রুত কর্মক্ষেত্রে পাঠানোর জন্য বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে ড্রপকালচার একটি বাজে সমস্যা। বর্তমানে এই ড্রপ কালচার বন্ধে আমরা কার্যকর ভূমিকা রেখেছি। আগামীতে ড্রপের বিকল্প হিসেবে শিক্ষার্থীদের জন্য মানোন্নয়ন পরীক্ষা চালু করার পরিকল্পনা আছে।

বিদেশি শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, আমাদের এখানে বিদেশি শিক্ষার্থীদের বড় সমস্যা হচ্ছে আবাসন সংকট। আর এই আবাসন সংকট নিরসনে আমরা একটি সাত তলা আন্তর্জাতিক ছাত্রাবাস করার জন্য বাজেট পেয়েছি। এতে করে বিদেশি শিক্ষার্থীদের আবাসন সংকট দূর হবে। সামনে শাবিপ্রবিতে বিদেশি ফ্যাকাল্টিও নিয়োগ দেওয়া হবে।

শাবিপ্রবির সমাবর্তন প্রসঙ্গে, উপাচার্য বলেন, ২০২০ সালের ৮ জানুয়ারিতে আমরা ১২বছর পর শাবিপ্রবির তৃতীয় সমাবর্তন আয়োজন করি। তৃতীয় সমাবর্তন শেষ করেই আমাদের চতুর্থ সমাবর্তনের সবধরনের প্রস্তুতি থাকা সত্বেও করোনার কারণে বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর প্রথমেই আমরা চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানের সুবিধাজনক দিন ক্ষণ নির্ধারণ করবো । যে শিক্ষার্থীরা সবশেষ বের হবে তারাও যেন সমাবর্তনে অংশগ্রহণ পারে ইতোমধ্যে আমরা সেই প্রস্তুতি নিয়ে রেখেছি। প্রতিবছর সমাবর্তন হবে সেই চেষ্টা অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও আবাসন উন্নয়ন বিষয়ে শাবিপ্রবি উপাচার্য বলেন, প্রথম মেয়াদে দায়িত্বকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেক্টরে নিজস্ব নতুন বাস সংযোজন করতে পেরেছি। ইতোমধ্যে ভাড়ায় চালিত বিআরটিসি বাস বন্ধ করা হয়েছে। আমরা আরও চারটি বাস কেনার জন্য অর্থ বরাদ্দ পেয়েছি, সরকারের নির্দেশনা পেলে সঙ্গে সঙ্গে কেনা হবে। এছাড়াও সামনে আমাদের পরিবহন সেক্টরে নিজস্ব ১৪টি বাস সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য নতুন নতুন রুটে বাস চালুর ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে।আগামী চার বছরে ৮০ শতাংশ ছেলে-শিক্ষার্থী এবং শতভাগ নারী-শিক্ষার্থী আবাসিক হলে থাকতে পারবে। প্রথমবারের মতো শাবিপ্রবিতে স্পেশাল শিক্ষার্থীদের জন্য আবাসিক হলে বিশেষ সুবিধাসহ কক্ষ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি একাডেমিক ভবনে কলাপ্সেবল লিফটের ব্যবস্থা করা হয়েছে। টঙগুলো থেকে বের হয়ে আগামীতে আরও বেশি ক্যাফেটেরিয়া নির্মাণ করা হবে, এতে শিক্ষার্থীরা সাশ্রয়ীমূল্যে খাবার খেতে পারবে। কোনো প্রকার অস্বাস্থ্যকর পরিবেশে শিক্ষার্থীদের খাবারের ব্যাবস্থা বিশ্ববিদ্যালয় এলাকাতে থাকবেনা।

শাবিপ্রবি প্রতিষ্ঠায় হুমায়ুন রশীদ চৌধুরীকে শ্রদ্ধার সাথে স্মরণ করে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তিনি না থাকলে আমরা আজ এই বিশ্ববিদ্যালয় পেতাম না। হয়তো বিশ্ববিদ্যালয় হতো কিন্তু অনির্দিষ্টকাল পর। হুমায়ুন রশীদ চৌধুরীকে সকলের মাঝে চিরঞ্জীব করে রাখতে আমাদের একটি পরিকল্পনা আছে।যা অতি দ্রুতই বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন, শাবিপ্রবি প্রতিষ্ঠার প্রকৃত ইতিহাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যুক্ত করার পদক্ষেপ নেয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাফল্যের পেছনে প্রথম উপাচার্য অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীসহ সিলেটের গুণী ব্যক্তিদের সাথে শাবিপ্রবি শিক্ষার্থীদের পরিচিত করার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার