Top
সর্বশেষ

জামদানি কেন ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে?

০৫ ডিসেম্বর, ২০২০ ৭:১১ অপরাহ্ণ
জামদানি কেন ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে?

জামদানির আভিজাত্যর কথা আমরা সবাই জানি। শত শত বছর আগে থেকে জামদানি আমাদের ঐতিহ্যের সাথে মিশে আছে। কালের পরিক্রমায় জামদানির ঐতিহ্য না কমলেও চাহিদা এবং উৎপাদনে আমরা কিছুটা ঘাটতি উপলব্ধি করেছি। বর্তমানে যেকোন বিষয় মানুষের সামনে তুলে ধরার সহজ মাধ্যমে হলো ইন্টারনেট সেবা। খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে আমরা যেকোন যায়গায় তথ্য পৌঁছে দিতে পারি। এ বছর সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহার কারীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ১১ লাখ ৩৪ হাজার। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৬০ লাখ। এছাড়াও যারা আছেন তারা বিভিন্ন ভাবে ইন্টারনেটের সাথে সংযুক্ত আছেন।আমরা যদি জামদানির প্রচার বৃদ্ধি করতে চাই তাহলে আমাদেরকে এই বিশাল সংখ্যক মানুষের কাছে পৌঁছার একমাত্র মাধ্যম ইন্টারনেট সেবা। কারন জামদানি একটি নির্দিষ্ট এলাকায় উৎপাদিত হয়ে থাকে। তাই দেশের ৬৪ জেলার মানুষের পক্ষে জামদানি নিয়ে জানার তেমন কোন মাধ্যম নেই। নির্দিষ্ট কিছু জেলা ছাড়া অন্য জেলাগুলোতে জামদানির কোন আলাদা শো-রুম নেই। কিন্তু জামদানি ক্রয় করার আগ্রহ প্রতিটি ক্রেতার মধ্যেই থাকে। এছাড়াও সঠিক তথ্যের অভাবে অনেকের মধ্যে জামদানি নিয়ে ভুল ধারনাও আছে। মানুষের এই ভুল ধারণা পরিবর্তন এবং জামদানির নিয়ে জানার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্য ইন্টারনেটের মাধ্যমে জামদানিকে ছড়িয়ে দিতে হবে। বর্তমানে দেশের প্রায় সব অঞ্চলেই ইন্টারনেট সেবা রয়েছে। কিন্তু জামদানি নিয়ে ইন্টারনেটে তেমন কোন তথ্য নেই এবং নেই কোন আলাদা ওয়েবসাইট। সার্চ দিলে তেমন ছবি, ভিডিও এবং কন্টেন্ট পাওয়া যায় না।যারা উদ্যোক্তা আছেন জামদানি নিয়ে কাজ করছেন তাদেরকে নিজেদের ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে জামদানি নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরতে হবে যেন ইন্টারনেটে কেউ সার্চ দিলেই জামদানি নিয়ে জানতে পারেন। ছোট ছোট ভিডিও করে তা ইউটিউবের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে পারলে জামদানির চাহিদা বৃদ্ধি পাবে। জামদানি নিয়ে ডিরেক্টরি তৈরি করতে হবে অনলাইনে যেখানে এক যায়গায় জামদানি নিয়ে যাবতীয় তথ্য থাকবে । এবং যারা জামদানি নিয়ে বিজনেস করছেন তাদের ওয়েবসাইটের নাম, ফেসবুক পেজের লিংক, ঠিকানা, কন্টাক্ট নাম্বার সব উল্লেখ করা থাকবে । এতে সবচেয়ে বড় সুবিধা হবে ক্রেতার কারন যারা জামদানি নিয়ে কাজ করছেন তাদের সবার সম্পর্কে যাবতীয় তথ্য এক যায়গায় পাওয়া যাবে। এতে করে বিভিন্ন যায়গায় ঘুরতে হবে না। এক কোটি প্রবাসী বাঙ্গালি আছেন যারা বিভিন্ন দেশে অবস্থান করছেন এবং দেশিও পণ্যের প্রতি এদের আকর্ষণ সব সময় বেশি থাকে। কিন্তু তাদের সাথে আমাদের যোগাযোগের একটাই মাধ্যমে ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে প্রবাসী বাঙ্গালীদের কাছে আমরা জামদানি নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরতে পারি। এর ফলে যা হবে তারা জামদানি নিয়ে জানবেন এবং তাদের সাথে আরও যারা আছেন তাদেরকেও জামদানি নিয়ে জানানোর চেষ্টা করবেন। এর সাথে বিদেশিদের কাছেও জামদানি নিয়ে তথ্য তুলে ধরতে পারবেন এবং চাইলে ইন্টারনেটে জামদানির নিয়ে তথ্য তাদের সামনে তুলে ধরতে পারবেন। এতে করে প্রবাসী বাঙ্গালিদের সাথে সাথে বিদেশি ক্রেতাও বৃদ্ধি পাবে। জামদানি আমাদের প্রথম জি আই পণ্য। জামদানি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়ে থাকে। কিন্তু সঠিক উদ্যোগের অভাবে গুরুত্বপূর্ণ এই পণ্যের চাহিদা হারাতে বসেছিল। তবে গত এক বছরে জামদানির দিন আবার ঘুরতে শুরু করেছে। তাই এই চাহিদা ধরে রাখতে আমাদেরকে ইন্টারনেটের মাধ্যমে জামদানি নিয়ে প্রচার চালাতে হবে যেন এর চাহিদা আরও বেশি বৃদ্ধি পায় এবং এই পণ্যের সাথে জড়িয়ে থাকা প্রতিটি মানুষ নতুন করে আবার সপ্ন দেখতে পারেন। ইন্টারনেট সেবা বর্তমানে আমাদের জন্য অনেক কিছু সহজ করে দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে আমাদেরকে বিশ্বের সাথে তাল মিলে নিজেদের দেশিও পণ্য সব যায়গায় ছড়িয়ে দিতে হবে।

লেখক: কাকলী রাসেল তালুকদার, স্বত্বাধিকারী কাকলী’স এ্যাটেয়ার

শেয়ার