Top
সর্বশেষ

শিক্ষক পরিষদের নতুন কমিটিকে ডিসিআরএফ‘র শুভেচ্ছা

১৪ সেপ্টেম্বর, ২০২১ ৯:২৮ অপরাহ্ণ
শিক্ষক পরিষদের নতুন কমিটিকে ডিসিআরএফ‘র শুভেচ্ছা
ঢাকা কলেজ প্রতিনিধি :

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের নব-নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ঢাকা কলেজ রাইটার্স ফোরাম ( ডিসিআরএফ )।

মঙ্গলবার ( ১৪ ই সেপ্টেম্বর ) দুপুরে এ শুভেচ্ছা জানায় ডিসিআরএফ।

এ সময় ডিসিআরএফ’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ফোরামের উপদেষ্টা হাসিবুল ইসলাম, সদস্য মমিন উদ্দিন, তসলিম উদ্দিন সহ আরও অনেকে।

উল্লেখ্য, সোমবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাত পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৪ প্রার্থী। আগামী দুই বছরের জন্য দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস সিকদার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন। কোষাধ্যক্ষ পদে দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ওবাইদুল করিম। সেবা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইংরেজি বিভাগের প্রভাষক আদনান হোসেন। ক্রীড়া ও বিনোদন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মাহমুদুল হাসান। এছাড়াও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. ফারুক হোসেন ও রসায়ন বিভাগের প্রভাষক আসলাম হোসেন।

 

শেয়ার