Top

আজ স্বৈরাচার পতন দিবস

০৬ ডিসেম্বর, ২০২০ ১২:২৭ অপরাহ্ণ
আজ স্বৈরাচার পতন দিবস
বাণিজ্য প্রতিদিন ডেস্ক :

আজ ঐতিহাসিক স্বৈরাচার পতন দিবস। ১৯৯০ সালের এই দিনে তীব্র গণআন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদের পতনের মধ্য দিয়ে জাফর-জয়নাল-দিপালী-নুর হোসেন-মিলনসহ বহু মানুষের আত্মত্যাগে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে দেশ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে দেশে শুরু হয় সামিরক শাসন। সামরিক শাসক জিয়াউর রহমানের ধারাবাহিকতায় ১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক আইনে ক্ষমতা দখল করেন এরশাদ।

১৯৮৩ সালের মধ্য ফেব্রুয়ারিতে ছাত্রসমাজের তীব্র প্রতিবাদের মধ্য দিয়ে শুরু হয় স্বৈরাচারবিরোধী আন্দোলন। ক্ষমতা ধরে রাখতে এরশাদ শুরু করে দমন পীড়ন। ছাত্রদের রক্তে রাজপথ রক্তাক্ত হয়। ছাত্র আন্দোলনকে ঘিরে রাজনৈতিক দলগুলোও মাঠে নামে। নতুন গতি পায় স্বৈরাচারবিরোধী আন্দোলন।

১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকা অবরোধ কর্মসূচিতে বুকে পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লিখে অংশ নেয়। পুলিশের গুলিতে নিহত হয় যুবলীগকর্মী নুর হোসেন। এরপর স্বৈরাচারবিরোধী আন্দোলন রুপ নেয় গণআন্দোলনে। আওয়ামী লীগের নেতৃত্বে ১৫ দলীয় জোট ও বিএনপির নেতৃত্বে ৭ দলীয় জোটসহ সব দল গণতন্ত্র মুক্তি আন্দোলনে রাজপথে নামে। ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে ১৯৯০ সালের ২৭ নভেম্বর এরশাদের লেলিয়ে দেওয়া বাহিনীর গুলিতে বিএমএ নেতা ডা. শামসুল আলম মিলন নিহত হলে জারি করা হয় জরুরি আইন। সে আইন অমান্য করে রাজপথে নামে সব শ্রেণীপেশার মানুষ। টানা আন্দোলনে নড়বড়ে হয়ে পড়ে এরশাদের মসনদ। এরপর এরশাদ ৪ ডিসেম্বর পদত্যাগের সিদ্ধান্ত নেন। দুদিন পর ৬ ডিসেম্বর অস্থায়ী রাষ্ট্রপতির হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে বিদায় নেন এরশাদ। শেষ হয় তার নয় বছরের সামরিক শাসন।

বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে থাকে। আওয়ামী লীগ দিবসটি গণতন্ত্র মুক্তি দিবস ও স্বৈরাচার পতন দিবস হিসেবে পালন করে আসছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে দেওয়া এক বাণীতে গণতন্ত্রের অতন্দ্রপ্রহরী সংগ্রামী দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি গণতন্ত্রবিরোধী সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করতে এবং দেশের উন্নয়ন ও জণগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, নব্বই পরবর্তী তিন দশকে আওয়ামী লীগ, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রেখেছে। ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পেয়ে তাঁর সরকার বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নিরলস কাজ করে যাচ্ছে।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার