ইন্দোনেশিয়ায় একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিমানটিতে থাকা তিন আরোহী নিখোঁজ রয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, বিমানবন্দরে পৌঁছার কিছুক্ষণ আগে এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পাপুয়া পুলিশের মুখপাত্র আহমাদ মোস্তফা কামাল জানান, বিমানবন্দর এলাকায় আবহাওয়া অনুকূলে ছিল না। রিমবুন এয়ারের টুইন ওটার-৩০০ বিমানটি স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে পাশের একটি গ্রামে বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে, বিমানটি ল্যান্ডিংয়ের প্রস্তুতি নিলেও রানওয়ে ঠিকমতো দেখতে পাচ্ছিল না। নিখোঁজ তিনজনকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ।
চলতি বছরে একটি বোয়িং-৭৩৭ বিমান ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে আকাশে ওড়ার একটু পরেই বিধ্বস্ত হয়, যাতে প্রাণ হারান অন্তত ৬২ জন।