বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ভরসার প্রতীক যাকে ধরা হয় তার নাম সাকিব আল হাসান। গত এক যুগের বেশি সময় ধরে সাকিব কখনো ব্যাটে আবার কখনো বলে হাসিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলকে। বাংলাদেশ দলের প্রায় সব সাফল্যে সরাসরি অবদান রয়েছে তার। এর ফলে দেশে ও দেশের বাহিরে স্বাভাবিকভাবেই তার ভক্ত-সমর্থকের সংখ্যাও অনেক বেশি।
গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তত ১৫ মিলিয়ন (দেড় কোটি) ছাড়িয়ে গেছে।
দেড় কোটি ফলোয়ার ছাড়ানো উপলক্ষ্যে নিজের পেজে একটি ছবি আপলোড করেছেন সাকিব। সেখানে সাকিব লিখছেন, বড় স্বপ্ন দেখার ১৫ কোটি কারণ।
ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, সারা বিশ্বের মধ্যে আমার ভক্তরাই সবার সেরা। আমার ভালো ও খারাপ সময়ে আপনারা যেভাবে ভালোবাসা ও দোয়া করেছেন, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’