Top
সর্বশেষ

ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

০৬ ডিসেম্বর, ২০২০ ১:২২ অপরাহ্ণ
ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম
স্পোর্টস ডেস্ক :

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম চার ম্যাচের চারটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে গাজী গ্রুপ চট্টগ্রাম। রোববার (৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেক্সিমকো ঢাকার বিপক্ষে গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। আজ জিতলে প্লে-অফের টিকিট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে গাজী গ্রুপ চট্টগ্রামের। চট্টগ্রামের হয়ে এখন পর্যন্ত দুর্দান্ত খেলেছেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, লিটন দাস, সৌম্য সরকাররা।

দুই দলের প্রথম লড়াইয়ে বেক্সিমকো ঢাকাকে ৯ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছিল মোহাম্মদ মিঠুনের গাজী গ্রুপ চট্টগ্রাম।

গাজী গ্রুপ চট্টগ্রাম: মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম মাহমুদুল হাসান জয় ও রাকিবুল হাসান।

বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম, আকবর আলী, ইয়াসির আলী, সাব্বির রহমান, মুক্তার আলী, শফিকুল ইসলাম, ও রবিউল ইসলাম।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার