Top
সর্বশেষ

বাংলাদেশে কখনও তত্ত্বাবধায়ক সরকার হবে না: কৃষিমন্ত্রী

১৮ সেপ্টেম্বর, ২০২১ ৪:৫৪ অপরাহ্ণ
বাংলাদেশে কখনও তত্ত্বাবধায়ক সরকার হবে না: কৃষিমন্ত্রী

বাংলাদেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘বিএনপি যত আন্দোলন সংগ্রামই করুক আগামী জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক সরকারের অধীনেই হবে। বাংলাদেশে কোন নিরপেক্ষ সরকার হবে না, কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। বাংলাদেশে হবে সাংবিধানিক সরকার।’

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের শ্রমিক নেতা আব্দুস সবুর খান বীর বিক্রমের স্মরণসভায় যোগদানের আগে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘নির্বাচনের দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশনের উপর সরকার বা কারও কোনো নিয়ন্ত্রণ থাকবে না।

তিনি বলেন, ‘নির্বাচনের এখনো আড়াই বছর বাকি রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আবারো বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তাদের দুঃশাসন, অপশাসন, সন্ত্রাস ও অর্থনীতিকে ধ্বংস করার কারণে তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। তারা আন্দোলনের ডাক দিলে জনগন সাড়া দেয় না।’

চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরদেহের ব্যাপারে ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘এটি নিয়ে বিরাট ভুল বোঝাবোঝি রয়েছে। সত্য উদঘাটন হচ্ছে। আশা করি হয়ে যাবে।’

এ সময় টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, বাসাইল সখিপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, গোপালপুর ভূঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিসহ টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার