ফের মাঠে গড়াচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএল। সংযুক্ত আরব আমিরাতে আজ শুরু হচ্ছে দ্বিতীয়পর্ব। প্রথম ম্যাচে মাঠে নামছে দুই হেভিওয়েট দল চেন্নাই সুপার কিংস আর মুম্বাই ইন্ডিয়ানস।
তবে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের চোখ জুড়ে রয়েছে ভিন্ন দুটি দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রাজস্থান রয়্যালস। কেকেআরে খেলছেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, রাজস্থানে মোস্তাফিজুর রহমান।
সোমবার সাকিবের দল মাঠে নামছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বিপক্ষে। তারকা অলরাউন্ডারকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত কেকেআর তার প্রথম দিনের অনুশীলন নিয়ে একটি ভিডিও বানিয়ে আপলোড করেছে ফেসবুক পেজে।
ভিডিওতে সাকিব বলেন, ‘মাত্র দিনকয়েক পরই আমাদেরই প্রথম ম্যাচ। আমরা প্রস্তুত। আমার মনে হয়, সবাই যথেষ্ট প্রস্তুতি নিয়েছে।’
সবার সমর্থন নিয়ে কেকেআর এগিয়ে যাবে, এমন আশাবাদ ব্যক্ত করে টাইগার অলরাউন্ডার বলেন, ‘সবাই আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে। আশা করছি, কেকেআর টুর্নামেন্টের দ্বিতীয় অংশেও খুব ভালো করবে।’