Top
সর্বশেষ

৯ ঘন্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

০৭ ডিসেম্বর, ২০২০ ১২:০২ অপরাহ্ণ
৯ ঘন্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

রাজবাড়ী গোয়ালন্দে দৌলতদিয়া ফেরি ঘাটে আজ সোমবার রাত ১২টা থেকে বেলা ৯টা পর্যন্ত প্রায় ৯ ঘণ্টার মতো নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিলো। হঠাৎ এমন কুয়াশার কারণে নৌপথ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ায় নৌযান বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ে দুর্ভোগের কবলে পড়েন পণ্যবাহী ও যাত্রীবাহী কয়েক‘শ গাড়ি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, আজ সোমবার রাত ১২টা থেকেই নদীপথে ঘন কুয়াশা দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাও বাড়তে থাকে, এতে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ রাত ১২টা ১৫ মিনিটের সময় ফেরি বন্ধ করে দেয়। এর প্রায় ৯ ঘণ্টা পর সকাল ৯টার দিকে কুয়াশা কমতে থাকলে পুনরায় ফেরি চালু করা হয়।

এ সময় মাঝনদীতে কোনো ফেরি আটকা ছিলনা। প্রায় ৯ ঘণ্টার মতো নৌযান চলাচল বন্ধ ছিলো উভয় পাশেই। ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কের ক্যানালঘাট এলাকা পর্যন্ত পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির লম্বা লাইন দেখা যায়।

এদিকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আরও জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে মোট ১৮টি ফেরি চলাচল করত। এর মধ্যে কয়েক দিন আগে দুটি ফেরি শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফিরিয়ে নেয়। বাকি ১৬টি ফেরির মধ্যে কয়েক দিন ধরে রো রো (বড়) ফেরি আমানত শাহ যান্ত্রিক ত্রুটিতে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে মেরামত কাজের জন্য রয়েছে।

শেয়ার