Top
সর্বশেষ

সূচক কমলেও বেড়েছে লেনদেন

২২ সেপ্টেম্বর, ২০২১ ৩:১৮ অপরাহ্ণ
সূচক কমলেও বেড়েছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৮২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৭৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫ টির, দর কমেছে ২০৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪২ টির।

ডিএসইতে দুই হাজার ১৫০ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন ছিল ১ হাজার ৯১০ কোটি ৩ লাখ টাকা। এ হিসেবে লেনদেন ২৪০ কোটি ৬৫ লাখ টাকা বেড়েছে।

অপরদিকে,  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ১৫৭ পয়েন্টে। আর লেনদেন হওয়া ৩২০টি প্রতিষ্ঠানের।

এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৭১টির ও ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৬২ কোটি ৩৩ লাখ টাকার।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার