সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭২ শতাংশ। ফান্ডটি ৬৫৩ বারে ১৪ লাখ ৭২ হাজার ১৯৭ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৯৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা একটিভ ফাইনের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৪৬ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৭২৯ বারে ২ কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৮০৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৭ কোটি ৪৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্যাসিফিক ডেনিমসের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ১২৪ বারে ২ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার ১৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৫ কোটি ৮১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- তসরিফার ৭.৯২ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৭.৮১ শতাংশ, ওরিয়ন ফার্মার ৭.৪০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৬.৬৬ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫.৯৮ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৫.৯৪ শতাংশ এবং ইয়াকিন পলিমারের শেয়ার দর ৪.৮২ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস