অবশেষে ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার যৌথভাবে তৈরি করা টিকার ভারতীয় সংস্করণ কোভিশিল্ডকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য। গত কয়েকদিনের টানাপড়েনের পর বুধবার ব্রিটেনের ভ্যাকসিন স্বীকৃতি তালিকায় ভারতের কোভিশিল্ডের নাম যুক্ত হয়েছে। এর ফলে কোভিশিল্ডগ্রহীতারা এখন থেকে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন। তবে প্রবেশকারীরা ১০ দিন সেলফ-আইসোলেশনে থাকা থেকে ছাড় পাচ্ছেন কি না তা এখনো নিশ্চিত নয়। খবর বিবিসির।
এর আগে কোভিশিল্ডকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের নানা টালবাহানায় চরম ক্ষুব্ধ হয় ভারত। কারণ, এটিই তাদের প্রধান টিকা। ভারতীয় জনগণকে এ পর্যন্ত কোভিশিল্ডের অন্তত ৭২ কোটি ডোজ দেওয়া হয়েছে।
ব্রিটেনের সরকার বলেছে, আগামী ৪ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া বিদেশিদের নতুন ভ্রমণ বিধি অনুযায়ী তারা ভারতের কোভিশিল্ড ভ্যাকসিনকে স্বীকৃতি দেবে।
কোভিশিল্ডের টিকার দুই ডোজ নেওয়া থাকলেও লোকজনকে টিকাগ্রহীতা হিসেবে বিবেচনা করা হবে না এবং ব্রিটেনে প্রবেশের পর ১০ দিনের স্বেচ্ছা-আইসোলেশনে থাকতে হবে বলে যুক্তরাজ্য সরকার নতুন স্বাস্থ্য নির্দেশিকায় জানিয়েছিল। অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন ব্রিটেনের স্বীকৃতি না পাওয়ায় ভারতে ব্যাপক প্রতিবাদ ও সমালোচনার ঝড় শুরু হয়।
ভারতীয়রা ব্রিটিশদের নিয়মটিকে চরম বৈষম্যমূলক ও বর্ণবাদী বলে অভিহিত করেছিল। এমনকি এটি না বদলালে প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছিল তারা। তবে এ নিয়ে জল বেশি দূর গড়ানোর আগেই সিদ্ধান্ত বদল করেছে যুক্তরাজ্য।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের কাছে বিষয়টি জোরালোভাবে উপস্থাপনের পর যুক্তরাজ্য সরকার কোভিশিল্ডের স্বীকৃতি দিয়েছে।