সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ২১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৯৮৪ বারে ৮ লাখ ৩০ হাজার ৭০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ কোটি ৫২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ১২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১০৪ বারে ২০ লাখ ৪০ হাজার ৫৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিলের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৮৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫১৭ বারে ২০ লাখ ৪ হাজার ৪৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ড্যাফোডিল কম্পিউটার্সের ২.৭৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২.৬১ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২.৫০ শতাংশ, এপোলো ইস্পাতের ২.৪৫ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২.৩৯ শতাংশ, আমান কটনের ২.২৮ শতাংশ এবং সিমটেক্সের শেয়ার দর ২.২৫ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস