ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৩৭ লাখ ৭২ হাজার ৩১৯ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৫৬৯ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে ১ কোটি ৩০ লাখ ৫ হাজার ৩৬৮ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১৫ কোটি ৫৫ লাখ ৩৬ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মায় ৩ কোটি ৩১ লাখ ৫৩ হাজার ৫১৬ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৬ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লংকাবাংলা ফাইন্যান্সের ২৩০ কোটি ১ লাখ ৮১ হাজার টাকার, লাফার্জহোলসিমের ২২৮ কোটি ৯৬ লাখ ৮২ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২২৩ কোটি ১৯ লাখ ৮৯ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ২০৮ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৭৫ কোটি ৯৫ লাখ ৮১ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১৫০ কোটি ৭৫ লাখ ৩১ হাজার টাকার ও প্যারামাউন্ট টেক্সটাইলের ১৪৬ কোটি ৮ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস