Top

‘করোনার তৃতীয় ঢেউ মারাত্মক হবে না’

২৬ সেপ্টেম্বর, ২০২১ ১২:৪৯ অপরাহ্ণ
‘করোনার তৃতীয় ঢেউ মারাত্মক হবে না’

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ বিদায়ের পথে। তৃতীয় ঢেউয়ে আরও বেশি প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। তবে ভাইরাস বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ দ্বিতীয়টির মতো মারাত্মক হবে না।

ডা. গগন দ্বীপ ভারতের কোভিড-১৯ নিয়ে গঠিত কমিটির সদস‌্য। তিনি ভেলোরের খ্রীষ্টান মেডিক‌্যাল কলেজের প্রফেসর। করোনার তৃতীয় ঢেউয়ের বিষয়ে তিনি বলেন, ‘করোনার তৃতীয় ঢেউ দ্বিতীয়টির চেয়ে আরও তীব্র হবে কি না তা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। তবে আমার ধারণা, সংক্রমণের পরবর্তী পর্যায়টি দ্বিতীয় ঢেউয়ের মতো এতো মারাত্মক হবে না।’ এদিকে, করোনার দ্বিতীয় ঢেউ বিদায়ের পথে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

দেশটির স্বাস্থ‌্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার ডেল্টা প্লাস নয়, ডেল্টা ভ‌্যারিয়েন্টের দিকে নজর দেওয়া উচিত। তারা জানান, ভাইরাসটির রূপ পরিবর্তন করে সর্বোচ্চ শক্তি নিয়ে ডেল্টা প্লাস হয়। এখন আবার ধরন পরিবর্তন হতে পারে। তবে ভাইরাসটি শক্তি হারাবে। অর্থ‌্যাৎ করোনা সংক্রমণ থাকবে তবে প্রাণহানি বা সংক্রমণ কমতে পারে। তবে সর্বস্তরে করোনা মোকাবিলার প্রস্তুতি রাখতে হবে এবং ভ‌্যাকসিন কার্যক্রম চালিয়ে যেতে হবে। তবে আশা মানেই আশকারা নয়, এই সতর্ক বার্তাও দিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রফেসর জ‌্যাবক জন নামে ভেলোরের আরেকজন ভাইরাস বিশেষজ্ঞ আগেই এই বার্তা দিয়েছেন। তিনিও মনে করেন, করোনার তৃতীয় ঢেউ দ্বিতীয়টির মতো মারাত্মক হবে না। তৃতীয় ঢেউ খুব মারাত্মক হবে এমনটি নাও হতে পারে।

প্রসঙ্গত, ভারতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ২২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৪৬ হাজার ৯৪৮ জন।

শেয়ার