Top
সর্বশেষ

কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী করলেন বাইডেন

০৮ ডিসেম্বর, ২০২০ ১২:৪৩ অপরাহ্ণ
কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী করলেন বাইডেন
বাণিজ্য প্রতিদিন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ হিসেবে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা লয়েড অস্টিন। খবর বিবিসি।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে লয়েড অস্টিনকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে, এ পরিকল্পনা বাস্তবায়নে কিছুতা বিপত্তি রয়েছে। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে – অবসর নেওয়ার সাত বছর পর সেনা কর্মকর্তারা মন্ত্রিসভায় নিযুক্ত হতে পারেন। কিন্তু, অস্টিন অবসর নিয়েছেন ২০১৬ সালে। সেক্ষেত্রে, অস্টিনকে প্রতিরক্ষামন্ত্রী দায়িত্ব দেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন দরকার হবে জো বাইডেনের।
এদিকে, অস্টিনের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী হিসাবে মাইকেল ফ্লারনয়ের নামও শোনা যাচ্ছিল। কিন্তু, মন্ত্রিসভায় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব বাড়ানোর ব্যাপারে বাইডেনের ওপর চাপ ছিল। তাছাড়া, তিনি নির্বাচনি প্রচারণার সময়ও বার বার কৃষ্ণাঙ্গদের গুরুত্ব দেওয়া এবং বহুত্ববাদের কথা বলেছেন। তাই, তিনি অস্টিনকেই বেছে নিয়েছেন বলে মার্কিন মিডিয়াগুলো জানিয়েছে।
প্রসঙ্গত, সাবেক মার্কিন জেনারেল লয়েড অস্টিন ৪১ বছর সেনাবাহিনীতে কাজ করেছেন। তিনি ইরাকে মার্কিন সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছেন। ওবামার শাসনামলে গুরুত্বপূর্ণ সামরিক পদে ছিলেন। ২০১২ সালে তিনি মার্কিন সেনাবাহিনীর প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস চিফ অব স্টাফ হয়েছিলেন।
বাণিজ্য প্রতিদিন/এমআর
শেয়ার