Top
সর্বশেষ

রাজবাড়ীতে কাঁচা মরিচের দাম কেজিতে কমেছে ৫৫-৬০ টাকা

০৮ ডিসেম্বর, ২০২০ ৩:৪৩ অপরাহ্ণ
রাজবাড়ীতে কাঁচা মরিচের দাম কেজিতে কমেছে ৫৫-৬০ টাকা
রাজবাড়ী প্রতিনিধি :

মাত্র তিন দিনের ব্যবধানে রাজবাড়ীর বাজারগুলোতে কাঁচা মরিচের দাম পাইকারিতে কমেছে কেজিতে ৫৫ থেকে ৬০ টাকা। গত শনিবার (৫ ডিসেম্বর) বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১১৫ থেকে ১২০ টাকা দরে বিক্রি হয়। তবে মঙ্গলবার (৫ ডিসেম্বর) তা কমে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকা।

রাজবাড়ীর কাঁচাবাজারের ব্যবসায়ী হানেফ খান ও আনোয়ার হোসেন জানান, ‘দেশে অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের উৎপাদন কমে গিয়েছিল। এ কারণে দাম অনেক বাড়তি ছিল এতদিন। এখন কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালে থাকায় আমরা ৬০ থেকে ৬৫ টাকা দরে কাঁচা মরিচ বিক্রি করছি।’

তারা আরও জানান, বাজারে ভালো চাহিদার কথা মাথায় রেখে আমদানিকারকরা কাঁচা মরিচের আমদানি বাড়িয়ে দিয়েছেন। এই কারণেও দাম অনেকটা স্বাভাবিক পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সোমবার রাজবাড়ীর বড় বাজারে প্রায় ২৩ মন কাচা মরিচ বিক্রি হয়েছে।

এছাড়াও বালিয়াকান্দির জামালপুর পাইকারী বাজারে ৬৭ মন, পাংশা পৌরসভা বাজারে ১৮ মন, কালুখালি বাজারে ২১ মন কাচা মরিচ বিক্রি হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

শেয়ার