Top

তালেবানকে স্বীকৃতি দেবে না ইতালি

২৭ সেপ্টেম্বর, ২০২১ ১:৩৮ অপরাহ্ণ
তালেবানকে স্বীকৃতি দেবে না ইতালি

আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইও। চলতি বছরের ১৫ আগষ্ট রাষ্ট্রক্ষমতা দখলের পর তারা অন্তর্বর্তীকালীন সরকার করেছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অবস্থানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমান তালেবান মন্ত্রীদের মধ্যে ১৭ জন সন্ত্রাসী রয়েছে। আর নারী ও মেয়ে শিশুদের মানবাধিকার প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে। এ কারণে, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া ইতালির পক্ষে অসম্ভব।

পাশাপাশি, বৈদেশিক সাহায্যের অর্থ আফগান জনগণের ফেরত পাওয়া উচিত বলেও জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, তালেবান ক্ষমতায় আসার পর থেকে দেশটির যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। বন্ধ হয়ে যায় বিমান চলাচল। দেশটিতে ফের সব আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে বিভিন্ন এয়ারলাইন্সকে অনুরোধ করেছে তালেবান।

এ ব্যাপারে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখী বলেন, আন্তর্জাতিক ফ্লাইট সেবা চালু না হওয়ায় বিদেশে অবস্থানরত আফগান নাগরিক এবং দেশে অবস্থানরত সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সমস্যায় পড়েছেন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য কাবুল বিমানবন্দরের সকল সমস্যার সমাধান করা হয়েছে। এখন আফগান সরকার বিভিন্ন এয়ারলাইন্সগুলোকে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দিচ্ছে।

শেয়ার