Top
সর্বশেষ

দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

২৮ সেপ্টেম্বর, ২০২১ ৩:৪০ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৮১ বারে ২২ লাখ ৭১ হাজার ৩০৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা প্যাসিফিক ডেনিমসের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ২৮৬ বারে ১ কোটি ৬৬ লাখ ৬১ হাজার ৩৮৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩১ কোটি ৬১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৩২ বারে ৪২ লাখ ৭৯ হাজার ৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৭৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইভিন্স টেক্সটাইলের ৭.০৯ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৬.৮২ শতাংশ, দেশ গার্মেন্টসের ৬.৭৬ শতাংশ, সিমটেক্সের ৬.৪২ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৬.১১ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৬.০৮ শতাংশ এবং সাইফ পাওয়ারের শেয়ার দর ৫.৮০ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার