সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৪৭২ বারে ৬ লাখ ২ হাজার ৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ১৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৫৭ বারে ৪৭ হাজার ৭৭৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা তুংহাই নিটিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ০৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২৭ বারে ২ লাখ ৭২ হাজার ৯০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ডমিনেজ স্টিলের ৩.৭৩ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৩.৭২ শতাংশ, সিভিওর ৩.৫৫ শতাংশ, রহিম টেক্সটাইলের ৩.৪১ শতাংশ, ঝিলবাংলা সুগারের ৩.১২ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৩.০৬ শতাংশ এবং মিথুন নিটিংয়ের শেয়ার দর ৩.০৬ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস