Top
সর্বশেষ

বেহাত হচ্ছে খেলার মাঠ, জবি শিক্ষার্থীদের ক্ষোভ

২৯ সেপ্টেম্বর, ২০২১ ৪:৫৪ অপরাহ্ণ
বেহাত হচ্ছে খেলার মাঠ, জবি শিক্ষার্থীদের ক্ষোভ
জবি প্রতিনিধি :

পুরান ঢাকার ধূপখোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় খেলার মাঠে জোরসুরে চলছে মাটি খননের কাজ। বিশ্ববিদ্যালয়ের একমাত্র এই খেলার মাঠটিতে রাতের আধারে চলছে খোঁড়াখুঁড়ির কাজ, আর এতেই বেহাত হতে চলেছে মাঠটি। এটি এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দখলে। তাদের দীর্ঘদিনের পরিকল্পনায় খেলার মাঠকে সংকীর্ণ করে সেখানে হচ্ছে মার্কেট ও পার্ক। সিটি করপোরেশন ইতিমধ্যে সেখানে গ্যালারিসহ খেলার মাঠ, শিশু কর্নার ও পশ্চিম পাশে একটি বহুতল মার্কেট নির্মাণ প্রকল্পের কাজ শুরু করে দিয়েছে। প্রজেক্ট নিয়ে অটল অবস্থানে রয়েছে ডিএসসিসি। এদিকে আইনি প্রক্রিয়ায় যাওয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব নিয়ে বরাবরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

৭ একর জমির ওপর ধূপখোলা খেলার মাঠটিতে ১৯৮৪ সালে এরশাদের শাসনামলে তিন ভাগে ভাগ করা হয়। তার এক ভাগ দেয়া হয় তৎকালীন জগন্নাথ কলেজকে। আর একটি অংশ ‘ইস্ট এন্ড খেলার মাঠ’ নামে একটি ক্লাবের কর্তৃত্বে রয়েছে। অপর অংশটি রাখা হয় জনসাধারণ খেলার জন্য।

স্থানীয়রা জানায়, রোববার দিবাগত রাতে ধূপখোলা মাঠের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশে সীমানাপ্রাচীর তুলে ফেলে মাঠের সংস্কারের দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান। এর আগে অন্য অংশে কাজ করেছে ডিএসসিসি।

সরেজমিনে দেখা যায়, পুরো মাঠটির তিনটি অংশের প্রতিটির সীমানায় যে প্রাচীর ছিলো তা তুলে নেয়া হয়েছে। উঠিয়ে নেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের অংশের দুই পাশে থাকা দুটি গোল পোস্টও। বিশ্ববিদ্যালয়ের অংশের গেইটের সামনে ফেলা হয়েছে খোঁড়াখুঁড়ির মাটিও। এতে বন্ধ হয়ে আছে গেইটটি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ধূপখোলা মাঠ মেগা প্রজেক্টের মধ্যে রয়েছে। একটি বহুতল মার্কেট, খেলার মাঠ, হাঁটার ব্যবস্থা, ক্যাফেটেরিয়া ও পার্কিং স্থান করা হবে।

মাঠটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র খেলার স্থান। যদিও এটি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত এবং মাঠটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৫ নাম্বার ওয়ার্ডের আওতাধীন। বিশ্ববিদ্যালয়ের সব ধরনের খেলা এখানে অনুষ্ঠিত হয়। এই মাঠেই ২০২০ সালের ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের একমাত্র সমাবর্তনও অনুষ্ঠিত হয়েছিল। মাঠ রক্ষায় কয়েক দফা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরাও। এখানে আশেপাশের শিশু কিশোররাও খেলাধুলা করে।

এরই মাঝে আবারও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক হারে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তারা ফেসবুকে একটি গ্রুপ (জবিয়ান, মাঠ বাঁচাও) খুলে সেখানে সকলকে একত্রে করার চেষ্টা করছে। একমাত্র খেলার মাঠ বেহাত হওয়ার ক্ষুব্ধ জবির সাবেক-বর্তমান শিক্ষার্থীরাও।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মো. লিমন ফুটবলার ও সেরা অ্যাথলেট। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরই থাকতে হবে। খেলার মাঠের প্রয়োজনীয়তা কী তা আপনার আমার সবার জানা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার লোকজনও এখানে খেলাধুলা করে। তাই বৃহত্তর স্বার্থে মাঠটি রক্ষা করা অপরিহার্য। খেলার মাঠের জায়গায় বহুতল শপিংমল কেনো ভাবেই মেনে নেয়া যায় না। বহুতল শপিংমল যদি উন্নয়ন হয় তাহলে কয়েক বছর পর প্রতিটা খেলার মাঠে আমরা বহুতল শপিংমল দেখতে যাচ্ছি- যা কখনোই নীতিসংগত নয়।

১১ তম ব্যাচের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ভলিবল টিমের ক্যাপ্টেন হৈমন্তী রাণী ক্ষোভ প্রকাশ করে বলেন, শকুনের চোখ পড়েছে সব ভালো কিছুতে। পুরান ঢাকায় নিঃশ্বাস নেওয়ার মত কোনো জায়গা নেই। অথচ যেই একটা মাঠ ছিলো সেটাও নিয়ে যাচ্ছে। আমাদের এই মাঠটিকে ধ্বংস করে দিচ্ছে। সবকিছু এখন লোক দেখানো হয়ে গেছে। দম বন্ধ হয়ে আসছে এসব দেখে। সামনের প্রজন্মকে, মাঠ কাকে বলে তা হয়তো বই থেকে পড়তে হবে। তারা পাখির মত উড়া কাকে বলে তা বুঝবে না। আর জগন্নাথ যেন এখন ঢাকার গলায় কাটা হয়ে আছে এমন একটা ভাব।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষাকেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার বলেন, সিটি করপোরেশন ধূপখোলায় তিনটির পরিবর্তে একটি মাঠ নির্মাণ করতে চাইছে। এতে কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ থাকবে না। আমাদের স্বকীয়তা হারিয়ে যাবে এবং আমাদের খেলাধুলা বাধাগ্রস্ত হবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, মাঠটির কোনো কাগজপত্র আমাদের কাছে নেই। আমরা এর আগেও মাঠটি রক্ষা করার চেষ্টা করেছি৷ মাঠের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বিশ্ববিদ্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছে, প্রয়োজনে আবারও পাঠানো হবে।

বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্যের দায়িত্বে থাকা ট্রেজারার ও ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ বলেন, সিটি করপোরেশন সীমানাপ্রাচীর তুলে ফেলেছে তা জেনেছি। আমরা আইনি লড়াইয়ে যাওয়ার কথা ভাবছি। উপাচার্য ৯ অক্টোবর দেশে আসবেন, তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। রাতে তার সঙ্গে আবার কথা বলবো আইনি বিষয়ে। আমাদের লিগ্যাল অ্যাডভাইজার আছে, তার সঙ্গে পরামর্শ করবো।

তিনি আরও বলেন, মাঠ নিয়ে মেয়রের সঙ্গে দেখা করেছি, প্রধানমন্ত্রীর দফতর, শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। মেয়রকে বলেছিলাম, কেরানীগঞ্জে যাওয়া পর্যন্ত আমরা মাঠ ব্যবহার করি। তিনি না করেছেন। আমাদের ডকুমেন্টস না থাকায় পাত্তাই দিচ্ছেন না।

কোষাধ্যক্ষ বলেন, “কেরানীগঞ্জে জেলখানার বিপরীতে আমাদের নিজস্ব জায়াগা রয়েছে। এ ছাড়া কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাসের জায়গায় মাটি ভরাটের সমস্যা নেই। ওখানে মাঠ করা যাবে সহজে। যাতে শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রম ব্যাহত না হয়।”

এ ব্যাপারে কথা বলতে স্থাপনা নির্মাণকাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হলেও কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে গত ২১ জুন খেলার মাঠের চলমান সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বৈঠক শেষে খেলার মাঠের সংস্কার হলেও শিক্ষার্থীরা খেলতে পারবেন বলে আশ্বস্ত করা হয়। কিন্তু এখন সে কথা রাখছেন না মেয়র। এসব আশ্বাসকে ‘শুভঙ্করের ফাঁকি’ ও বলছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে মাঠ রক্ষার জন্য বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হবে। এতেও সমাধান না হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

পুরান ঢাকার গেন্ডারিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মার্কেট ও পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গত ১০ জুন দক্ষিণ সিটি করপোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহা ও সিটি করপোরেশনের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হরিদাস মল্লিক মাঠের ভেতর ঢুকে ম্যাপ অনুযায়ী চার কোনায় খুঁটি বসান। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে না জানিয়ে মাঠের মধ্যে মার্কেট নির্মাণের এ পরিকল্পনা জেনে ক্ষোভ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা।

রাজধানীর গেণ্ডারিয়ার ধূপখোলা মাঠটির আয়তন প্রায় ২১ বিঘা। এ মাঠে খেলেই তৈরি হয়েছিলেন জাতীয় দলের বেশ কয়েকজন নামিদামি ফুটবলার-ক্রিকেটার।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) খোঁজ নিয়ে জানা যায়, ডিএসসিসি এলাকায় মোট নয়টি মাঠ রয়েছে। এর মধ্যে আগা সাদেক রোডের বাংলাদেশ মাঠ, লালবাগ শ্মশানঘাট মাঠ, কিল্লার মোড় মাঠ, বেগমগঞ্জের মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা খেলার মাঠ, গোলাপবাগ মাঠ পড়েছে পুরান ঢাকা এলাকায়।

শেয়ার