Top
সর্বশেষ

টস হেরে ব্যাটিংয়ে খুলনা, খেলছেন মাশরাফী

০৮ ডিসেম্বর, ২০২০ ৬:৪৪ অপরাহ্ণ
টস হেরে ব্যাটিংয়ে খুলনা, খেলছেন মাশরাফী
স্পোর্টস ডেস্ক :

দীর্ঘ ৮ মাস ২২ দিন পর শের ই বাংলার ২২ গজে পা রেখেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সবশেষ খেলেছেন গত মার্চের ১৬ তারিখে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে।

এরপর করোনা মহামারির কারণে বন্ধ ছিল দেশের ক্রিকেট। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে বিসিবি প্রেসিডেন্টস কাপ হলেও খেলেননি তিনি। চলতি টুর্নামেন্টেও খেলতে পারেননি শুরুর দিকে হ্যাম-স্ট্রিংয়ের ইনজুরির কারণে।

শেষ পর্যন্ত তিন দলের লটারিতে জেমকন খুলনার হয়ে খেলতে নেমেছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফী বিন মোর্ত্তজা।

দিনের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে টসে হেরেছে খুলনা। টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ছয় ম্যাচে চার জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে খুলনা আর এক নম্বরে রয়েছে চট্টগ্রাম।

গাজী গ্রুপ চট্টগ্রাম: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও রকিবুল হাসান।

জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন, শামীম হোসেন, আরিফুল হক, শুভাগত হোম, জাকির হাসান, জহুরুল ইসলাম ও মাশরাফি মুর্তজা।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার