Top
সর্বশেষ

বিক্রয় শুরু ফ্রুটস ভ্যালি এগ্রোর; প্রথম ক্রেতা জেলা প্রশাসক

০৮ ডিসেম্বর, ২০২০ ১১:৫১ অপরাহ্ণ
বিক্রয় শুরু ফ্রুটস ভ্যালি এগ্রোর; প্রথম ক্রেতা জেলা প্রশাসক

পরিবেশ দূষনকারী ইটভাটার জমি আজ পরিবেশ বান্ধব সবুজে সয়লাব। বিশ্বের উন্নতজাতের অধিকাংশ ফলই এখানে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। এই কাজের উৎসাহ দিতে ফ্রুটস ভ্যালি এগ্রো প্রকল্পের প্রথম ক্রেতা হলেন চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান। আজ মঙ্গলবার একটি রকমেলন, একটি আইসবক্স ইয়েলো, একটি হানিডিউ নগদ ২ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মাজেদুর রহমান প্রকল্পটি ভিজিট করার কথা ছিলো। একই সাথে গিফট নয়, ক্রেতা হিসেবে ফল কেনার ইচ্ছা প্রকাশ করেন তিনি। কিন্তু জরুরি কাজ থাকায় শেষ পর্যন্ত আসতে পারেন নি তিনি। তার পক্ষে ফলগুলো ক্রয় করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুল্লাহ আল মাহমুদ জামান।

ফ্রুটস ভ্যালি এগ্রো প্রকল্পের স্বত্বাধিকারী সাংবাদিক হেলাল উদ্দিন বলেন,অতিরিক্ত জেলা প্রশাসক নিজে গাছ থেকে ফল কাটেন। জেলা প্রশাসনের প্রতিনিধি দল পুরো প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং আশপাশের বেআইনী সকল ইটভাটা বন্ধ করার প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসনের স্বপ্রণোদিত এমন ভূমিকায় নতুন কৃষি উদ্যোক্তা হিসেবে আমি অভিভূত।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুল্লাহ আল মাহমুদ জামানের সাথে ছিলেন,এনডিসি মেহেদী হাসান মানিকসহ একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাদের বাগানের তাজা ফল খাইয়ে আপ্যায়ন করা হয়।

উল্লেখ,রকমেলনের মূল্য নির্ধারণ হয়েছে প্রতি কেজি ৩৫০ টাকা। যদিও ঢাকার সুপার শপগুলোতে রকমেলন বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজিতে।

শেয়ার