ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব গারো পাহাড় জেলায় যাত্রীবাহী বাস রিংদি নদীতে পড়ে চালকসহ অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বুধবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দিবাগত মধ্যরাতে দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
পুলিশ জানিয়েছে, বাসটি তুরা থেকে শিলং যাচ্ছিল। পথে শিলং থেকে প্রায় ১৮৫ কিলোমিটার পশ্চিমে নংচ্রাম এলাকায় মেঘালয় পরিবহন করপোরেশনের বাসটি ২১ জন যাত্রীসহ নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
মেঘালয়ের পুলিশ কন্ট্রোল রুম থেকে ছয় জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। চারটি মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়। অপর দুটি মৃতদেহ বাসের ভেতর আটকা পড়ে ছিল। যাত্রীদের মধ্যে নয় জন তুরার ও ১২ জন উইলিয়ামনগরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার কারণ পরিষ্কার না হলেও প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অন্ধকারে চালক বাসের নিয়ন্ত্রণ হারালে বাসটি নদীতে গিয়ে পড়ে।