Top

রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের ঋণ গ্রহণে বাড়তি সুবিধা

৩০ সেপ্টেম্বর, ২০২১ ৫:৫৫ অপরাহ্ণ
রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের ঋণ গ্রহণে বাড়তি সুবিধা

করোনা মাহমারীতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের রপ্তানিমুথী শিল্প প্রতিষ্ঠানগুলো। ক্ষতি মোকাবেলা করে উৎপাদনের ধারা গতিশীল রাখতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। তিন বছর মেয়াদী এই ঋণ সেবা গ্রহণে সুবিধা বাড়িয়ে নিদের্শনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে করে তিন বছরের যে কোন সময়ে একাধিক বার ঋণ সেবা পাবে গ্রাহক, যা পূর্বে মাত্র এক বছর নির্ধ‍ারিত ছিল।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এই সুবিধা বাড়িয়ে এক নিদের্শনা জারি করে।

এতে বলা হয়, একজন গ্রাহককে তহবিলের ৩ বছর মেয়াদকালে এই তহবিলের আওতায় একাধিকবার বিভি‌ন্ন মেয়াদে ঋণ বিতরণ করা যাবে। গ্রাহক পর্যায়ে ঋণের মেয়াদ যাই হোক না কেন বাংলাদেশ ব্যাংক কর্তৃক সর্বোচ্চ ১৮০ দিন মেয়াদে অংশগ্রহণকারী ব্যাংককে পুনঃঅর্থায়ন করা হবে যা মেয়াদ শেষে সুদসহ এককালীন পরিশোধযোগ্য হবে।

জানা যায়, করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহকে প্রি- শিপমেন্ট ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে রপ্তানি কার্যক্রম অব্যাহত রেখে বৈদেশিক মুদ্রা অর্জন ও অর্থনীতিতে গতিশীলতা আনয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ৩ বছর মেয়াদী ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়। পূর্বে এই তহবিলের আওতায় গ্রাহককে সর্বোচ্চ এক বছর মেয়াদে ঋণ সুবিধা দেওয়ার নিদের্শনা দেওয়া হয়। তহবিলের মেয়াদ এক বছর অতিক্রম হওয়ায় অনেক গ্রাহক তহবিলের আওতায় ঋণ সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুজ্জীবিতকরণ ও বৈদেশিক মুদ্রা অর্জনে গতিশীলতা আনয়নে তহবিলের লক্ষ্য অর্জনে বাধাগ্রাস্ত হতে পারে।

তাই ‘‘প্রি শিপমেন্ট ক্রেডিট খাতে পুনঃঅর্থায়ন স্কীম’’ এর বাস্তবায়নে অগ্রগতি বজায় রাখার মাধ্যমে দেশের রপ্তানি কার্যক্রম অব্যাহত রেখে বৈদেশিক মুদ্রা অর্জন ও অর্থনীতিতে গতিশীলতা আনয়নের লক্ষ্যে তহবিলের নীতিমালায় এই পরিবর্তন আনা হয়।

এছাড়া এই তহবিল সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সার্কুলার জারি করা হয়।

শেয়ার