Top
সর্বশেষ

১৮ মাস পর খুললো ঢাকা কলেজ ছাত্রাবাস

০১ অক্টোবর, ২০২১ ৪:৫২ অপরাহ্ণ
১৮ মাস পর খুললো ঢাকা কলেজ ছাত্রাবাস
ঢাকা কলেজ প্রতিনিধি :

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে ঢাকা কলেজের আবাসিক ছাত্রাবাসগুলো খুলে দেওয়া হয়েছে। বিয়য়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার।

গতকাল বৃহস্পতিবার দ্বাদশ শ্রেণির আবাসিক শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে কলেজের ছাত্রাবাস।

ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ওবায়দুল করিম বাণিজ্য প্রতিদিনকে জানান, আরটি পিসিয়ার পরীক্ষার নেগেটিভ ফলাফল সার্টিফিকেট জমা নিয়ে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের হলে উঠার সুযোগ দিচ্ছি, তবে যারা এখনও কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট জমা দিতে পারেনি তাদের উঠতে দেওয়া হচ্ছেনা । তাছাড়া সরকারি নির্দেশনা মোতাবেক এই মুহূর্তে ডাইনিং চালু হচ্ছে না এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এক সিটে একজনের বেশি শিক্ষার্থী থাকতে পারবেনা।

ঢাকা কলেজের উপাধ্যক্ষ ও ছাত্রাবাস কমিটির আহ্বায়ক অধ্যাপক এ.টি.এম মইনুল হোসেন বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনা পাওয়ার পর ঢাকা কলেজ ছাত্রাবাস কমিটি এবং শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস খোলার ব্যবস্থা করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র উচ্চমাধ্যমিকের একাদশ এবং দ্বাদশ শ্রেণির আবাসিক শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে। এজন্য বেশ কিছু নির্দেশনাও প্রদান করা হয়।

তবে করোনা পরিস্থিতি খারাপ হলে অথবা করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে পুনরায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ছাত্রাবাস বন্ধের সিদ্ধান্ত হলে ছাত্ররা হল ছেড়ে দিতে বাধ্য থাকবে বলেও জানান তিনি।

শেয়ার