Top

প্রেসিডেন্ট নির্বাচনে কন্যা প্রার্থী হবে, জানালেন দুতার্তে

০৩ অক্টোবর, ২০২১ ১২:৫৬ অপরাহ্ণ
প্রেসিডেন্ট নির্বাচনে কন্যা প্রার্থী হবে, জানালেন দুতার্তে

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদরিগো দুতার্তের কন্যা সারা দুতার্তে কার্পিও আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

দুতার্তের দীর্ঘদিনের সহযোগী ক্রিস্তোফার ‘বং’ গো, যিনি ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন, কার্পিওর রানিং মেট হতে পারেন বলে শনিবার রাতে সম্প্রচারমাধ্যম এবিএস-সিবিএনের সাংবাদ প্রতিবেদনে জানানো হয়েছে।
কার্পিও এখন ফিলিপাইনের তৃতীয় বৃহত্তম শহর দাভাওয়ের মেয়র। মেয়র হিসেবে পুনর্নির্বাচনের জন্য শনিবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না বলে এর আগে জানিয়েছিলেন।

কিন্তু তার বাবা প্রেসিডেন্ট দুতার্তে রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিনের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী সেনেটর ‘বং’ গোকে পাশে নিয়ে এ ঘোষণা দেন তিনি। তার আগে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন ‘বং’ গো।

দুতার্তে রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই এক সাংবাদিককে সাক্ষাৎকার দেন। এই সাক্ষাৎকারের ওপর ভিত্তি করেই সারা কার্পিও প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন বলে খবর দেয় এবিএস-সিবিএন।
ওই সাংবাদিক দুতার্তেকে প্রশ্ন করেন, তাহলে এটি পরিষ্কার, সারা কার্পিও আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে যাচ্ছেন ? উত্তরে দুতার্তে জানান, কার্পিও যাচ্ছে।

রাজনীতি থেকে অবসর নিচ্ছেন বলে শনিবার জানান দুতার্তে।
ফিলিপাইনের সংবিধান অনুযায়ী, একজন প্রেসিডেন্ট শুধু ছয় বছরের এক মেয়াদের জন্যই ক্ষমতায় থাকতে পারবেন। তাই ২০১৬ সালে দেশটির প্রেসিডেন্ট হওয়া দুতার্তে আগামী নির্বাচনে আর প্রেসিডেন্ট প্রার্থী হতে পারছেন না।

এ পরিস্থিতিতে তিনি ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হবেন বলে গত মাসে জানিয়েছিলেন দুতার্তে (৭৬) । কিন্তু এটি সংবিধানের চেতনা লংঘন করে মর্মে অধিকাংশ ফিলিপিনো এর বিরোধিতা করেন। এই প্রতিক্রিয়া আমলে নিয়েই তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন বলে দুতার্তে জানিয়েছেন।

শেয়ার