সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ১৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৩৭ বারে ১ লাখ ৬১ হাজার ৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৩৭ বারে ৯৬ হাজার ৫৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ২০৩ বারে ৬৮ লাখ ৭১ হাজার ২৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫০ কোটি ৭১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এশিয়া ইন্স্যুরেন্সের ৬.০১ শতাংশ, অলটেক্সের ৫.৮২ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫.৭৭ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৫.৫৯ শতাংশ, ইমাম বাটনের ৪.৫৭ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৪.৫৩ শতাংশ এবং জনতা ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৫২ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস