Top
সর্বশেষ

শেয়ার দর বৃদ্ধির শীর্ষে সাইফ পাওয়ারটেক

০৯ ডিসেম্বর, ২০২০ ৪:৫২ অপরাহ্ণ
শেয়ার দর বৃদ্ধির শীর্ষে সাইফ পাওয়ারটেক

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৬৬ বারে ৫৭ লাখ ৭৪ হাজার ১১২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৭৩ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ডমিনেজ স্টিলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ২২১ বারে ১ লাখ ২ হাজার ৫৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৩ লাখ টাকা।

তৃতীয়স্থানে থাকা একটিভ ফাইনের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫৪০ বারে ৬১ লাখ ৮০ হাজার ৪৭২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৭৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফাইন ফুডসের ৯ দশমিক ১৪ শতাংশ , অ্যাপোলো ইস্পাতের ৮ দশমিক ৯২ শতাংশ, ইয়াকিন পলিমানেরর ৮ দশমিক ৮ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৮ দশমিক ৪০ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৮ দশমিক ৩৩শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৭ দশমিক ৫ শতাংশ ও ফু- ওয়াং ফুডের ৭ দশমিক ০৫ শতাংশ শেয়র দর বেড়েছে।

শেয়ার