সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৮ হাজার ৮৬৪ বারে ১ কোটি ৯২ লাখ ৯৭ হাজার ৭২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯৫ কোটি ৩২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৯০ বারে ২৪ লাখ ৪৯ হাজার ৩৩৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৫ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৩২১ বারে ৮৬ লাখ ৯০ হাজার ৭৬১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৫৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জিপিএইচ ইস্পাতের ৮.৬৮ শতাংশ, লাভেলোর ৮.৬৩ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৮.০৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৭.৯৩ শতাংশ, লাফার্জহোলসিমের ৭.৭৪ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ৬.৬৫ শতাংশ এবং ইফাদ অটোসের শেয়ার দর ৬.৬৩ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস