আমি যখন পঞ্চম শ্রেণিতে পড়ি তখন আমাদের হাবিব স্যার একদিন জিঙ্গেস করলেন কে কী হতে চায়। আমি ক্লাসের ফার্স্ট বয়। তাই প্রথমেই আমার পালা। আমি বললাম সাংবাদিক হতে চাই। আমার কথা শুনে সবাই সমস্বরে হেসে উঠল। হাবিব স্যার জানতে চাইলেন কেন? আমি বললাম সবার আগে সংবাদ আমি জানব তারপর আমার কাছ থেকে অন্যরা জানবে। এটা আমার কাছে অন্যরকম এক উত্তেজনার ব্যাপার হবে। আমার বাবা দৈনিক সংবাদে কাজ করেছেন কিছু কাল সেটাও বললাম। যদিও পরিবারের চাপে তিনি পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন। স্যার নিষেধ করে দিলেন। এ পেশায় যারা থাকে তাদের আর্থিক কষ্ট এবং জীবন ঝুঁকিতে থাকে এই যুক্তিতে ভাবনা পরিবর্তনের পরামর্শ দিলেন।
স্কুল জীবনেই মেন্টর হিসেবে পাই মির্জা জাকির ভাইকে। তিনি তখন বাংলার বানীর জেলা প্রতিনিধি। জাকির ভাইয়ের কল্যাণে পরিচয় হয় হেলাল ভাইয়ের সাথে। সম্ভবত তিনি তখন বাংলাবাজার পত্রিকায় কাজ করেন। পরবর্তীতে কাজী শাহাদাত ভাইয়ের মাধ্যমে জাকারিয়া মিলন বা নাজিম উদ্দিন মোস্তান ভাইয়ের স্বাক্ষাতে অনেক অনুপ্রাণিত আমি।
কিন্তু হেলাল ভাই ছিলেন আমার কাছে নায়ক। তিনি চাঁদপুরে গেলে মির্জা জাকির ভাইয়ের সাথে হেলাল ভাইয়ের শাহতলীর বাড়িতে যাওয়া ছিল আমার কাছে নৈমিত্তিক ঘটনা। তিনি কথা বলতেন আর আমি গ্রোগাসে সেসব গিলতাম।
এরপরের ঘটনা অনেক লম্বা। দৈনিক প্রথম আলো বা বার্তা সংস্থা ইউএনবিতে কাজ করার সুযোগ হয়েছে। সদ্য একটি জাতীয় দৈনিকের সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছি।
কিন্তু আমার শৈশবের নায়ক হেলাল ভাই আবারও নায়ক রূপে আবির্ভূত হয়েছেন। তাঁর গ্রামের বাড়িতে নিজেদের দুটো ইট ভাটায় গড়ে তুলেছেন ফলের রাজ্য। তাও সাধারণ কিছু নয়, দুষ্প্রাপ্য সব বিদেশি ফল। ইতোমধ্যেই তার সফলতা পেতে শুরু করেছেন। সর্বশেষ হেলাল ভাই ছিলেন দৈনিক যুগান্তরের বিজনেস এডিটর। আমরা যারা হেলাল ভাইকে চিনি তারা জানি তিনি চাইলেই অনেক কিছু করতে পারেন। আলিশান জীবন-যাপন করা তাঁর জন্য কোনোও সমস্যাই নয়। তিনি পারিবারিকভাবেও ধর্ণাঢ্য। বাবা ছিলেন প্রথম শ্রেণীর ঠিকাদার। নিজেদের দুটো ব্রিক ফিল্ড চলেছে ৬০ বছর ধরে। চাঁদপুর সদরের শাহতলীতে মহামূল্যবান বিপুল সম্পত্তি তাদের। যেটা ওনার বাবার আমলে করা। কিন্তু এই সময়ে এসেও তিনি চ্যলেঞ্জ নিয়েছেন এবং তাতে তিনি সফল একজন মানুষ। হেলাল ভাইয়ের এ উদ্যোগ এবং তাতে সফলতার কারনে অনেক তরুণ উদ্যোক্তা হবে এবং কৃষিতে নিজেদের প্রতিষ্ঠিত করবে এটা বলাই বাহুল্য।
প্রিয় নায়ক হেলাল ভাই আপনাকে স্যালুট
লেখকঃ রাশেদ শাহরিয়ার পলাশ, সম্পাদক, বাণিজ্য প্রতিদিন