কারাগারে নির্যাতন ও ধর্ষণের ভিডিও ফাঁসের পর রাশিয়া ঘটনার তদন্ত শুরু করেছে। এর আগে দেশটির কারাবন্দিদের ওপর নির্মম নির্যাতনের ভিডিও ফুটেজ ফাঁস হয়।
বিবিসির খবরে বলা হয়েছে, সম্প্রতি মানবাধিকার গ্রুপ ‘গুলাগু ডটনেট’ এর কাছে রুশ কারাগারে নির্যাতনের হাজারের বেশি ভিডিও ফাঁস হয়। এসব ভিডিওতে শত শত কারাবন্দিকে নির্মম নির্যাতন করতে দেখা গেছে।
একটি ভিডিওতে দেখা গেছে, সারাটোভ শহরের একটি কারাগারে একজন কারাবন্দিকে উলঙ্গ করে লাঠি দ্বারা পেটানো হচ্ছে।
আরেকটি ভিডিওতে দেখা যায়, পেছনে হাত বাঁধা অবস্থায় একজন বন্দিকে উপুড় করে কারারক্ষীরা তার পিঠে বুট দিয়ে চাপ দিচ্ছেন।
বেলারুশের একজন হুইসেলব্লোয়ার যিনি সারাটোভ কারাগারে চাকরি করতেন, তিনি এসব ভিডিও ফাঁস করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ভিডিও প্রকাশের পর পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, যদি ভিডিওর সত্যতা থাকে তাহলে এটা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। কারা কর্তৃপক্ষও বিষয়টি তদন্ত করছে।
ভিডিও ফাঁসের পর মঙ্গলবার সারাটোভের ওই কারাগারের প্রধান পদত্যাগ করেছেন।