পাকিস্তানের বেলুচিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩০জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে । বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে এ ভূমিকম্পের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ভূমিকম্পে ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা রয়েছে। এদের মধ্যে অনেকেই মৃত বলে ধারণা করা হচ্ছে।
ভূমিকম্পের সময় মানুষ গভীর ঘুমে অচেতন ছিলেন। বহু মানুষ ছাদে ঘুমোচ্ছিলেন। ভূমিকম্পে দেওয়াল ধসে অনেকের মৃত্যু হয়েছে।