সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১৬৫ বারে ১ কোটি ১৫ লাখ ৯২ হাজার ১৩৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩০ কোটি ৪৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা রবি আজিয়াটার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৮ হাজার ৩৭৮ বারে ৯৯ লাখ ১ হাজার ২৮৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪১ কোটি ৮০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা শেফার্ডের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৭৯ বারে ৫০ লাখ ৮৪ হাজার ৯৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৫৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৮.১১ শতাংশ, এসএস স্টিলের ৬.৮১ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৬.৬৬ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৬.৪৫ শতাংশ, রূপালী ব্যাংকের ৬.১৫ শতাংশ, মুন্নু সিরামিকের ৬.১২ শতাংশ এবং দেশবন্ধু পলিমারের শেয়ার দর ৫.৯৫ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস