সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১৭ দশমিক ৮১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩২৮ বারে ৮ লাখ ৭ হাজার ১১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৬০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচআর টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৩৯ বারে ২লাখ ৬৬ হাজার ৯১২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০৪ বারে ৮ হাজার ৯৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- আলহাজ্ব টেক্সটাইলের ৬.৭৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৬.৫৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ৬.২৭ শতাংশ, লাফার্জহোলসিমের ৫.৬০ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৫.৫৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৫.৪৩ শতাংশ এবং ডরিন পাওয়ারের শেয়ার দর ৫.৩৭ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস