ফ্রান্সের সিনেটের পর এবার ইউরোপীয় পার্লামেন্টও জাতীয় ঐক্যের সরকার (এনইউজি) নামে পরিচিত মিয়ানমারের বিকল্প সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে।
গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক এক প্রস্তাবে দেশটিতে চলমান সংকট নিরসনে এনইউজিকে যুক্ত রাখার জন্য আসিয়ানসহ আন্তর্জাতিক সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে।
গত মঙ্গলবার এনইউজিকে স্বীকৃতি দিতে একটি প্রস্তাব পাস হয় ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে। ফ্রান্সের সিনেটে গৃহীত প্রস্তাবে মিয়ানমারে সাংবিধানিক প্রক্রিয়া ফিরিয়ে আনার পাশাপাশি দেশটিতে শান্তি ও গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার স্বার্থে বিকল্প সরকারকে স্বীকৃতি দিতে ফ্রান্স সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে অং সান সু চির নির্বাচিত সরকার উৎখাতের আট মাসের মাথায় দুটি পার্লামেন্টে দেশটির বিকল্প সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা।
মিয়ানমারে জেনারেল মিন অং হ্লাইংয়ের সামরিক সরকারকে এখন পর্যন্ত কেউ স্বীকৃতি দেয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদের সদ্য সমাপ্ত অধিবেশনে মিয়ানমারের আসনটি ফাঁকা ছিল।
মিয়ানমার পরিস্থিতি নিয়ে আগামী মাসে (নভেম্বর) জাতিসংঘে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন প্রেক্ষাপটে মিয়ানমারের বিকল্প সরকারকে বিদ্যমান সংকট নিরসনে যুক্ত করার আহ্বান আন্তর্জাতিক পরিসরে এনইউজির স্বীকৃতির বিষয়টিকে জোরালো করে তুলছে।
ইউরোপীয় পার্লামেন্টে গতকাল মিয়ানমারের ধর্মীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পরিস্থিতিসহ দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবটির পক্ষে ইউরোপীয় পার্লামেন্টের ৬৪৭ সদস্য ভোট দেন। বিপক্ষে ভোট দেন দুজন। আর ভোট দেওয়া থেকে বিরত থাকেন ৩১ সদস্য।
ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে মিয়ানমারে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি বিক্ষোভ-প্রতিবাদকারীদের দমন-পীড়নের ঘটনায় দেশটির সামরিক সরকারের নিন্দা জানানো হয়েছে।
মানবাধিকার লঙ্ঘন ও হামলার এসব ঘটনাকে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিহিত করেছেন। তাঁরা ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হামলার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তাঁরা দেশটির ধর্মীয় নেতাদের আটক-গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন।
মিয়ানমারের স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, নির্যাতন ও আটকের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। মিয়ানমারে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ শুরু হলে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে দেশটিতে মানবিক সংকটের বিষয়ে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন।
মিয়ানমারের সেনাবাহিনী যে অজুহাতে অভ্যুত্থান করেছে, তার সত্যতা খুঁজে পাননি ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। অভ্যুত্থান-পরবর্তী যেসব অভিযোগ জান্তা করেছে, তারও সত্যতা পাননি ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। ফলে তাঁরা মিয়ানমারের ক্ষমতাচ্যুত সরকারের প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সেলর অং সান সু চির নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
মিয়ানমারে চলমান সংকট নিরসনে বিকল্প সরকারকে যুক্ত করার আহ্বান জানিয়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা তাঁদের প্রস্তাবে বলেছেন, দেশটির জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে এনইউজি গঠিত হয়েছে। দেশটির জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলনের একমাত্র আইনসম্মত প্রতিনিধিত্বকারী হচ্ছে এনইউজি। তাই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটসহ (আসিয়ান) অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণ সমাধানের জন্য একটি সত্যিকারের ও অংশগ্রহণমূলক আলোচনা ও প্রক্রিয়ার উদ্যোগ নেওয়া দরকার। এ উদ্যোগে এনইউজিকে যুক্ত রাখতে হবে।
মিয়ানমারের চলমান সংকটের টেকসই সমাধানের জন্য আসিয়ানের ভূমিকার কথা উল্লেখ করে ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে জোটটিকে (আসিয়ান) আরও সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে। আসিয়ান তাদের উদ্যোগে যাতে এনইউজিসহ মিয়ানমারের নাগরিক সমাজকে যুক্ত রাখে, সেটিও বলা হয়েছে ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ও রাশিয়াকে মিয়ানমারের সংকট নিরসনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা।