নবনির্বাচিত বিধায়ক হিসেবে শপথ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার তার সঙ্গে শপথ নেন তৃণমূলের দুই নবনির্বাচিত বিধায়ক জাকির হোসেন ও আমিরুল ইসলাম।
এদিন প্রথা ভেঙে প্রথমবার বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। জনপ্রতিনিধিত্ব আইনের ধারায় নিজের হাতে সেই ক্ষমতা নেন ধনখড়। শপথের পর সবার সাঙ্গে কুশল বিনিময় করেন তিনি। খবর এনডিটিভির
এদিকে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিধানসভায় বিজেপির কোনো বিধায়ক উপস্থিত ছিলেন না। বিরোধীশূন্য বিধানসভায় শপথ নিলেন মমতাসহ তিন বিধায়ক।
মমতা শপথ নেওয়ার পর জঙ্গিপুরের নির্বাচিত তৃণমূল বিধায়ক জাকির হোসেন এবং সমশেরগঞ্জের নির্বাচিত তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম শপথ নেন। মমতা এবার ইতিহাস গড়ে টানা তৃতীয়বারের মতো ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। ৫৮ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে।