ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২৩ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৭ কোটি ২৭ লাখ ১৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৪৫ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল হাউজিংয়ের দর কমেছে ২২ দশমিক ৯৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২৪ কোটি ৭৫ লাখ ১৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্সের দর কমেছে ২০ দশমিক ৫১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ১৭ লাখ ৪১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ২০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দেশ গার্মেন্টসের ১৮.৪২ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৭.৬৭ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ১৫.৬০ শতাংশ, আজিজ পাইপসের ১৫.৪৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১৪.৯৪ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১৪.৪১ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস