Top

‘সাংবাদিকরা জাতির বাতিঘর’

১০ অক্টোবর, ২০২১ ৮:২০ অপরাহ্ণ
‘সাংবাদিকরা জাতির বাতিঘর’

সাংবাদিকরা জাতির বাতিঘর। তাদের নিকট হতে সততা, নিরপেক্ষতা প্রত্যাশা করি। কেননা সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় জীবনে তাদের বিশেষ প্রয়োজন রয়েছে। তাই দেশ ও জাতির স্বার্থে সাংবাদিকদের সবসময়ই অগ্রাধীকার দিয়ে থাকেন বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।

রবিবার (১০ অক্টোবর) রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফ অডিটরিয়ামে শ্রেষ্ঠ রিপোর্টার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

টিপু মুন্সি বলেন, বিশ্ব রাজনীতি এখন অর্থনৈতিক রাজনীতি। ব্যবসার উপরেই ভিত্তি করে চলছে বিশ্ব। চীন বাংলাদেশের অনেক বড় অংশীদার। করোনা মহামারিতেও চীন আমাদের তৈরি পোশাক খাতের কাঁচামাল সরবরাহ করেছে। তবে চীন অনেক আগে থেকেই আমাদের এই সহযোগীতা করে আসছে। দেশে কাচাঁমাল উৎপাদন হলেও বড় অংশই চীনের উপর নির্ভরশীল।

মন্ত্রী বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। দেশের উন্নয়নেও চীনের অবদান অনস্বীকার্য। বৃহৎ স্থাপনাগুলো নির্মানে তাদের সহযোগীতা রয়েছে। আজকের এই পুরস্কার বাংলাদেশ ও চীন সম্পর্কের উপর উপস্থাপিত প্রতিবদনের উপর হলেও তা অনেক গুরুত্বপূর্ণ, কেননা দেশের অর্থনীতির বড় অংশই চীনের সাথে সম্পৃক্ত। প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের অভিনন্দিত করার পাশাপাশি বাংলাদেশ-চায়না চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (বিসিসিসিআই) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামকে (ইআরএফ) এমন উদ্যোগ নেওয়ায় প্রশংসা করেন তিনি।

বিসিসিসিআই এর যুগ্ম মহাসচিব আল মামুন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বিসিবিসিআই’র পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব মো. শাহজাহান মৃধা বেণু এবং ইআরএফের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল এস এম রাশেদুল ইসলাম। এছাড়াও অনু্ষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিসিসিসিআই’র সভাপতি গাজী গোলাম মরতুজা এবং ইআরএফ’র সভাপতি শারমিন রিনভি।

বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডিস্ট্রিজ ( বিসিসিসিআই) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের( ইআরএফ) যৌথ উদ্যোগে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়।  প্রথমবারের মতো  ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অন বাইলেটরাল রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ এন্ড চীন’  এবারের আয়োজনে ১০ টি বিভাগে প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশনের ১০ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়। আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা।

শেয়ার