কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনী ও সন্ত্রাসী গোষ্ঠীর গোলাগুলিতে এক সামরিক কর্মকর্তাসহ ৫ জনের মৃত্যু হয়েছে। নিহত অন্য চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য।
সোমবার (১১ অক্টোবর) জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় এ ঘটনা ঘটেছে। ভারতের সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, সোমবার সকালে পুঞ্চ জেলার সুরানকোটের ডেরা গলিতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় ভারতীয় সেনারা। অভিযান চলাকালে তাদের উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। সে সময় সেনারাও পাল্টা গুলি চালায়। দুপক্ষের গোলাগুলিতে সেনাবাহিনীর এক কমিশনড অফিসারসহ চার জওয়ানের মৃত্যু হয়।
সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, অস্ত্রশস্ত্রসহ একদল সন্ত্রাসী লুকিয়ে থাকার খবর পেয়ে ওই অভিযানে যায় সেনারা। সে সময় সন্ত্রাসীরা জঙ্গলে আশ্রয় নিয়েছিল। গোলাগুলিতে কোনো সন্ত্রাসীর মৃত্যু হলো কি না তা জানা যায়নি। সন্ত্রাসীদের খোঁজে চার্মার জঙ্গলে তল্লাশি চালাচ্ছে সেনারা।