Top
সর্বশেষ

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন

১২ ডিসেম্বর, ২০২০ ১২:১৬ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন
আন্তর্জাতিক ডেস্ক :

জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো ফাইজার এবং বায়োএনটেকের করোনাভাইরাস টিকা। শুক্রবার (১১ ডিসেম্বর) দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) টিকাটি প্রয়োগের অনুমোদন দেয়।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) চিকিৎসা বিশেষজ্ঞরা ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের সুপারিশ করেন। ২৩ সদস্যের প্যানেল বৈঠকের পর এই সুপারিশ করা হয়।

বুধবার যুক্তরাষ্ট্রের করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। ওই দিন ৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। বিশ্বের প্রথম দেশ হিসেবে ইতোমধ্যে সাধারণ মানুষের জন্য ফাইজারের ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ব্রিটেন। শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগও। ব্রিটেনের পর বাহরাইন ও কানাডাও এই ভ্যাকসিনকে ছাড়পত্র দেয়। বৃহস্পতিবার সৌদি আরবও নিজেদের নাগরিকদের জন্য এই ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে ভ্যাকসিন প্রদান শুরু হবে।

ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দিতে চাপের মুখে ছিল এফডিএ। টিকার অনুমোদন না দিতে পারলে এফডিএ প্রধানের পদত্যাগ দাবি করেন অনেকেই। যদিও এফডিএ প্রধান একথা অস্বীকার করেছেন।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার