Top
সর্বশেষ

অষ্টম বর্ষে সাকিব-শিশির জুটি

১২ ডিসেম্বর, ২০২০ ১২:৪৫ অপরাহ্ণ
অষ্টম বর্ষে সাকিব-শিশির জুটি
স্পোর্টস ডেস্ক :

দাম্পত্য জীবনের আট বছর পূর্ণ করলেন সাকিব-শিশির জুটি। আট বছর আগে আজকের(১২-১২-১২) দিনটিতে বিয়ের পিঁড়িতে বসে স্মরণীয় করে রেখেছেন সাকিব আল হাসান। ওই দিন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন উম্মে আহমেদ শিশিরকে।

সাকিবপত্নী শিশিরের বাড়ি নারায়ণগঞ্জে। তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকতেন। সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে দুজনের পরিচয়। এরপর প্রণয়। শেষ পর্যন্ত প্রণয় পরিণত হয় পরিণয়ে।

শিশিরের কোলজুড়ে ২০১৫ সালের নভেম্বরে আসে নতুন অতিথি আলাইনা হাসান আব্রি। চলতি বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব।

উল্লেখ্য, ১২-১২-১২ বিরল এই দিনটিতে রাজধানীর রূপসী বাংলা হোটেলে রাতে আকদ হয় সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের। সাকিবের বিয়ে নিয়ে বেশ লুকোচুরিও হয়েছে। খুব ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ছাড়া আর কেউই সাকিবের বিয়েতে আমন্ত্রণ পাননি। ২০ লাখ টাকা দেনমোহরের ১৯ লাখ টাকায় বিয়ে সেরেছেন সাকিব। আর বিশেষ এই দিনটি নিয়ে কোনও কথাই বলতে চাননি সাকিব আল হাসান।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার