নিজেকে নিজেই বলে থাকেন ‘দ্য ইউনিভার্স বস’। ক্রিস গেইল মানেই তো নিখাদ বিনোদন। যেকোনো বোলারের জন্যই মূর্তিমান আতঙ্ক। বয়সটা বাড়লেও ধার যে খুব একটা কমেনি, সেটা গেইল প্রমাণ করেছেন অনেকবার। আছেন ওয়েস্ট ইন্ডিজের এবারের বিশ্বকাপ দলেও।
তবে তাকে ‘অটো চয়েজ’ মনে করেন না সাবেক ক্যারিবীয়ান তারকা কার্টলি অ্যামব্রোস। তাতেই চটেছেন গেইল। ৪২ বছর বয়সী এই তারকা হাজির হয়েছিলেন সেইন্ট কিটসের একটি রেডিও প্রোগ্রামে। সেখানে সাফ জানিয়েছেন, অ্যামব্রোসের প্রতি তার আর কোনো সম্মান নেই।
তিনি বলেছেন, ‘আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলতে পারি, আপনি তাকে জানিয়ে দেবেন। ক্রিস গেইল, দ্য ইউনিভার্স বসের কার্টলি অ্যামব্রোসের প্রতি আর কোনো সম্মান নেই। আমি তাকে অনেক সম্মান করতাম যখন প্রথম ওয়েস্ট ইন্ডিজ দলে এসেছিলাম। আমি মাত্রই দলে যোগ দেই যখন, তার দিকে তাকিয়ে থাকতাম। কিন্তু আমি এখন আমার হৃদয় থেকে বলছি। আমি জানি না কেন, সে অবসরের পর থেকেই আমার বিরুদ্ধে কথা বলে।’
আলোচনায় থাকতেই এমনটা করেন অ্যামব্রোস, মনে করেন গেইল, ‘সে সংবাদ মাধ্যমের কাছে যে নেতিবাচক কথা বলে। আমি জানি সে আলোচনায় থাকতে করে নাকি, কিন্তু সে মনোযোগে থাকে। তাই আমি তার সম্পর্কে কথা বলে তাকে ওই আলোচনায় থাকা ফিরিয়ে দিলাম, যেটা তার দরকার।’
এই বিশ্বকাপ নিয়ে গেইল বলেছেন, ‘আমরা দুইবার বিশ্বকাপ জিতেছি। এবার তৃতীয়বার জেতার জন্য যাচ্ছি। দল দেখতে পাচ্ছে কী হচ্ছে। এটা দলের মধ্যে প্রভাব ফেলবে। যদি সাবেক ক্রিকেটাররা নেতিবাচক থাকে। আমি ক্রিস গেইল, দ্য ইউনিভার্স বস তাদের প্রতি কোনো সম্মান দেখাবো না।’