Top
সর্বশেষ

বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা সংবিধানের ওপরে হামলা: আইজিপি

১২ ডিসেম্বর, ২০২০ ৬:৩৯ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা সংবিধানের ওপরে হামলা: আইজিপি
বাণিজ্য প্রতিদিন ডেস্ক :

বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপরে হামলা সংবিধানের ওপর হামলা মন্তব‌্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘ বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব‌্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ’ সমাবেশে আইজিপি এসব কথা বলেন ।

পুলিশ প্রধান বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের পতাকা, মানচিত্র বা ভাষার স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করেছেন। তার ভাস্কর্যের ওপর হামলা মানে জনগণের ওপর হামলা। এ কারণে রাষ্ট্র আইনসিদ্ধভাবেই এসব হামলার পেছনে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’ তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের বিরুদ্ধে কখনোই দুঃসাহস দেখাতে নেই। যা জাতি কোনোভাবেই মেনে নেবে না।’

আইজিপি বলেন, ‘ধর্মকে যারা পুঁজি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে, তারা কখনোই প্রকৃত ধার্মিক নয়। এজাতীয় ধর্মান্ধদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আলেমদের উদ্দেশে পুলিশ প্রধান বলেন, ‘তাদের প্রতি দেশের সাধারণ মানুষের আস্থা বা ভালো ধারণা রয়েছে। রুহানি আলেমরা কখনোই ধর্মের নামে তরবারি ব্যবহার করেন না। তারা ভালোবেসে আল্লাহর কালাম প্রচারে ব্যস্ত থাকেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশে একশ্রেণির হুজুর আছেন, যারা সিংহাসনে বসে বড় বড় গলায় চিৎকার দিয়ে কথা বলেন।’ অথচ আমাদের নবী করিম (সা.) রাষ্ট্র পরিচালনা করতেন মসজিদে বসে বলেও তিনি উল্লেখ করেন।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার