আইপিএলের ফাইনাল ম্যাচে সাকিব আল হাসানের হাতে ইনিংসের শুরুতেই বল তুলে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মরগান। অধিনায়কের সেই আস্থার ভালোই জবাব দিচ্ছেন সাকিব।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারে দুই সিঙ্গেল আর এক বাউন্ডারিতে মাত্র ৬ রান খরচ করেন সাকিব। নিজের দ্বিতীয় আর ইনিংসের তৃতীয় ওভারের শুরুতেই চেন্নাইয়ের ওপেনারকে আউট করার সুযোগ তৈরি করেছিলেন সাকিব।
কিন্তু উইকেটকিপার দীনেশ কার্তিকের সৌজন্যে নতুন লাইফ পান চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ। সাকিবের করা ওভারের প্রথম বলটি ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে ব্যর্থ হন ঋতুরাজ। কিন্তু কিপার দীনেশ কার্তিক বলটি গ্লাভসবন্দি করতে না পারায় ঋতুরাজকে আউট করতে পারেননি।
আইপিএলের শিরোপার লক্ষ্যে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে কেকেআর। দুবাইয়ে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
এ রিপোর্ট লেখা অবস্থায় চেন্নাইয়ের সংগ্রহ ৮ ওভারের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান।
ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অতীতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিনবার শিরোপা জিতেছে চেন্নাই।
অন্যদিকে অতীতে দুইবার গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল শিরোপা জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। তৃতীয়বারের মতো ফাইনালে খেলছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি। এবারের ফাইনালে কেকেআরের নেতৃত্ব দিচ্ছেন ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপ ট্রফি উপহার দেওয়া অধিনায়ক ইয়ন মরগান।
অতীত সমীকরণে কলকাতার চেয়ে একধাপ এগিয়ে চেন্নাই। কলকাতা-চেন্নাই ২৬ বার মুখোমুখি হয়েছে। ১৭ বার জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল। কেকেআর জিতেছে ৯ বার।
কলকাতা নাইট রাইডার্স: ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, সুনীল নারিন, দীনেশ কার্তিক, লুকি ফার্গুসন, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।
চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কওয়াদ, ফাফ ডু প্লেসি, মইন আলি, আম্বাতি রাইডু, রবিন উথাপ্পা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, শার্দুল ঠাকুর, ডোয়েন ব্র্যাভো ও জশ হ্যাজেলউড।